বিনোদন প্রতিবেদক ॥ কলকাতায় জয়া আহসানের অভিনয়ে শুরুটা অরিন্দম শীলের ‘আবর্ত’ সিনেমা দিয়ে। সেটা ২০১৩ সালের কথা। এরপর থেকে সেখানে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। তবে কলকাতায় তাকে শক্ত অবস্থান তৈরি করে দেয় কৌশিক গাঙ্গুলীর সিনেমা ‘বিসর্জন’।
‘বিসর্জন’ সিনেমা করে প্রথমবার সেরা অভিনেত্রী শাখায় ফিল্মফেয়ার পুরস্কারও পান জয়া। এরপর এই নির্মাতার সঙ্গে তিনি ‘বিজয়া’ এবং ‘অর্ধাঙ্গিনী’র মতো সুপারহিট দুটি ছবিতে অভিনয় করেন। কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’ ছবিটিও জয়াকে আরেকবার ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়। বর্তমানে জয়া ব্যস্ত কৌশিকের পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ নামের ছবির শুটিংয়ে। এরইমধ্যে চলে এলো পরিচালকের জন্মদিন।
৪ আগস্ট কৌশিক গাঙ্গুলীর জন্মদিনে তার উদ্দেশ্যে ফেসবুকে খোলা চিঠি লিখেছেন জয়া। সেই চিঠিটি তিনি পোস্ট করেন তার অফিসিয়াল পেজে।
জয়া লিখেছেন, ‘কৌশিক দা, তুমি আমায় নদীর নামে (বিজয়া-বিসর্জন ছবি দুটিতে জয়ার চরিত্রের নাম পদ্মা, আর অর্ধাঙ্গিনীতে মেঘনা) চরিত্রের প্রতিমায় গড়েছ বারংবার। জল যেমন আদিম স্মৃতির মতো, তার বুকে যাতনা তবু সে সকলের সব দুঃখের স্মৃতি বুকে ভরে নিতে পারে, তোমার চরিত্রের মৃত্তিকায় সেই প্রতিমায় আমার প্রাণ প্রতিষ্ঠা করে চলেছ নিরন্তর। এক শিল্পীর আর এক শিল্পীর থেকে আর কি বা প্রাপ্তি থাকে বলো তো? তুমি আমায় এমন বহমান চরিত্রে জন্ম দিয়েছ বারবার, আজ সেই তোমার জন্মদিন। জলের দেহে যেমন আলোর অনুরণন, তাতেই জীবন সাবলীল, সার্থক; সার্থকতা সঙ্গী হয়ে থাক এমন করেই নিরন্তর। শুভ জন্মদিন।
পুনশ্চ: তোমার পদ্মা, মেঘনারা আমার কাছে যতেœ থাকে, নিত্য যাপন তাদের… বেঁচে ওঠা, স্নান করে বারান্দা বা প্রশস্ত উঠোনে তারা মেলে দেয় জীবন রঙের শাড়ি। ওদের গায়ে তোমার সৃষ্টির বসবাস, ভালো থেকো, আলো হয়ে থেকো।’
কদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়ার বিপরীতে এতে অভিনয় করেছেন চন্দন রায় স্যানাল। এছাড়া দুদিন আগেই মুক্তি পেয়েছে জয়া আহসান পরিচালিত সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’।
Leave a Reply