কাগজ প্রতিবেদক ॥ “সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগান নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ক্লাব কুষ্টিয়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী পালন করেছে। গতকাল বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় বেসরকারি টিভি চ্যানেল আই পরিচালিত প্রকৃতি ও জীবন ক্লাব কুষ্টিয়ার আয়োজনে এবং মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক-এর সহযোগিতায় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় দেড় হাজার বিভিন্ন জাতের বনজ, ফলদ ও ঔষুধী গাছে চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বিতরণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপন করেন তিনি। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাব কুষ্টিয়ার সমন্বয়ক, চ্যানেল আই-এর কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু। সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা এবং উপপরিচালক, স্থানীয় সরকার (অ: দা:) মোঃ মিজানুর রহমান, বাংলালিংকের কুষ্টিয়া ম্যানেজার শেখ মোহাম্মদ উল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা ও গোপনীয় শাখা, এবং আইসিটি শাখা) মোঃ আব্দুর রকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেনারেল সার্টিফিকেট শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা ও ই-সেবা কেন্দ্র) ফারজানা সুলতানা, কুষ্টিয়া কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি সাহা, দৈনিক সমকাল ও ডিবিসি টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, আকাবা নার্সারির সত্ত্বাধিকারী ডাঃ রুহুল আমিন প্রমুখ। বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন- গাছ পরিবেশ, স্বাস্থ্য এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা বায়ু দূষণ কমাতে সাহায্য করে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা বায়ু দূষণ কমাতে সাহায্য করে এবং পরিবেশকে শীতল ও স্বাস্থ্যকর রাখে। গাছ আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করে তোলে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে, এছাড়া গাছপালা আমাদের মনকে শান্ত ও সতেজ রাখে। শুধু তাই নয় চারপাশের পরিবেশকে সুন্দর করে তোলে এবং একটি মনোরম দৃশ্য তৈরি করে। গাছ থেকে আমরা ফল, কাঠ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান পাই যা আমাদের অর্থনৈতিকভাবে লাভবান করে। এসব উপকারিতার কারণে, গাছ রোপণ করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, গাছের চারা শুধু রোপন করলেই চলবে না, চারা লাগিয়ে তার পরিচর্যা করতে হবে।
Leave a Reply