ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও ফ্যাসিস্ট শক্তির অপসারণ অবশ্যই হবে। যারা আন্দোলনের বিরোধিতা করেছিল, তাদেরকে চিহ্নিত করার জন্য আজ থেকে চার মাস আগে কমিটি গঠন করা হয়েছে। কোন ধরনের কালবিলম্ব না করে চলতি সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করেন তিনি। জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর সারা বাংলাদেশে ফ্যাসিস্ট, অত্যাচারী, বৈষম্য সৃষ্টিকারী এবং মুক্তির বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা যেন সফল না হই, আমাদের মধ্যে যেন বিভেদ থাকে সেজন্য ষড়যন্ত্র করা হচ্ছে। সে-ষড়যন্ত্র যে কোনো মূল্যে নস্যাৎ করতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কীভাবে করা যায় সে ব্যাপারে বিকল্প প্রস্তাব এসেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পদক্ষেপটি অতি সত্বর গ্রহণ করবো। আবু সাঈদ-মুগ্ধ থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দিয়ে পৎপৎ করে উড়ছে মুক্তির পতাকা, যাদের আত্মত্যাগে ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে, তাদের আত্মার প্রতি ভাইস চ্যান্সেলর সশ্রদ্ধ সালাম জানান। তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। মহান আল্লাহ তা’আলা যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সেজন্য তিনি প্রার্থনা করেন। ধৈর্যচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ছাত্ররা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই বিপ্লবে ফ্যাসিস্ট ও ভারতীয় দালাল শ্রেণি ব্যতীত বাংলাদেশের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছে, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। জুলাই শহীদদের তালিকায় অনেক শ্রমিক ও কর্মজীবী মানুষ রয়েছেন। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার মধ্যে বিগত ফ্যাসিস্ট আমলের যে ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে সেই অনুপ্রবেশকারীরা সর্বতোভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিতে চাইবে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে। শুধু এই বিশ্ববিদ্যালয়েই নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্র কাঠামোতে যে সমস্ত ফ্যাসিবাদের দোসর এবং ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছেন, তাদেরকে চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য। পরবর্তী সরকারের প্রতি আহ্বান ও পরামর্শ জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী বহিশক্তির থ্রেট মোকাবেলায় দেশের স্বাধীনতা রক্ষার্থে আমাদের তরুণদের জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য রাখেন ডিনদের মধ্যে প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, প্রভোস্টদের পক্ষে প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, সভাপতিদের পক্ষে প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি। এছাড়াও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুকুজ্জামান খান, গ্রীন ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, সাদা দলের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ওয়ালিউর রহমান (পিকুল), গ্রীন ফোরাম কর্মকর্তা ইউনিটের সভাপতি উপ-রেজিস্ট্রার মুহাম্মদ উমর আলী, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ (বাবুল), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নূর আলম, ইবি শাখা বাংলাদেশ জমিয়তে তালাবিয়া আরাবিয়ার মাহমুদুল হাসান, ইবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, ইবি শাখা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক আহমেদ এবং সাংবাদিকদের পক্ষে তাজমুল হক জায়িম বক্তব্য রাখেন। পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সকাল ১১টায় অনুষ্ঠান শুরুহয়। স্বাগত বক্তব্যের পর ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়; পরিচালনা করেন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন, জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন এবং ‘জুলাই স্মৃতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও গ্রাফিতি ও চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর টিএসসিসির ২০৯ নং কক্ষে জুলাই স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হয়।সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকাল ১০টা ৩৮ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিসিতে সমবেত হয়।
Leave a Reply