1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 8:52 am
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

এশিয়া কাপে আফগানিস্তান দলে নেই বাংলাদেশের ‘আতঙ্ক’

  • প্রকাশিত সময় Tuesday, August 5, 2025
  • 74 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।তবে মুজিব না থাকায় বাংলাদেশের জন্য যেন কিছুটা স্বস্তিও। চূড়ান্ত দলেও যদি না জায়গা হয়, তাহলে এশিয়া কাপে এই রহস্য স্পিনারকে মোকাবিলা করতে হবে না শান্ত-লিটনদের। টি-টোয়েন্টিতে বিভিন্ন ম্যাচে মুজিবের বোলিংয়ে খাবি খেতে দেখা গিয়েছিল বাংলাদেশের ব্যাটারদের। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তাঁর বোলিং রেকর্ডও বেশ দারুণ। ৯ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট, ইকোনিম ৫.২৫।প্রাথমিক দলের ক্রিকেটাররা একটি দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। তারপর চূড়ান্ত স্কোয়াডটি ১৫ সদস্যে নামিয়ে আনা হবে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানরা ২৯ আগস্ট শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে।ত্রিদেশীয় সিরিজটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে আফগানদের সঙ্গে খেলবে পাকিস্তান ও আরব আমিরাত। সিরিজে তিন দলই পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এই সিরিজকে এশিয়া কাপে অংশগ্রহণের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপ। আফগানিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা।রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এএম গজনফর, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640