কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যাপক কর্মসুচী গ্রহন
কাগজ প্রতিবেদক ॥ ৩৬ জুলাই বা ৫ আগষ্ট, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক দীপ্তিময় অধ্যায়। দীর্ঘ পনের বছরের বৈষম্যের অবসান ঘটিয়ে এই অভ্যুত্থান দেশের মানুষের জন্য এনেছিল মুক্তির বার্তা এবং দিয়েছে বাকস্বাধীনতার পূর্ণ স্বাদ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মরণে ও শ্রদ্ধায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, কুষ্টিয়া। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ৫ আগস্ট ২০২৫ (৩৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। সকাল ৯টায় জুলাই শহিদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, যেখানে প্রদর্শিত হবে প্রধান উপদেষ্টার আহতদের প্রতি ভিডিও বার্তা, প্রদান করা হবে সম্মাননা স্মারক এবং জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ। সকাল ১১টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, পাশাপাশি শহিদ পরিবার ও আহতদের মাঝে চেক এবং ক্রেস্ট বিতরণ করা হবে। বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বিজয় র্যালি বের হবে, যা কুষ্টিয়া পৌরসভা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে। এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা জানান, আপ বাংলাদেশের পক্ষ থেকেও শহীদদের কবর যিয়ারত ও দোয়া, আনন্দ মিছিলসহ নানা কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, দীর্ঘ পনের বছরের অবিচার, বৈষম্য ও দুঃশাসনের অবসানের পর গত বছরের ৫ আগষ্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়। একসময় আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সত্য প্রকাশের ভয় ছিল চারপাশে। কিন্তু আজ আমরা সেই শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি, স্বাধীনভাবে কথা বলছি। এই স্বাধীনতা শুধু আমাদের অধিকার নয় এটি রক্ষা করা আমাদের দায়িত্ব। দিনটি উপলক্ষে কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভা থেকে বিজয় মিছিল করবে দলটি। কুষ্টিয়া শহর জামায়াতের আমীর হাফেজ এনামুল হক জানান, দীর্ঘ ১৫ বছর পর ২০২৪’র ৫ আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানে দেশ ত্যাগে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। যার কারনে আজ আমরা স্বাধীনভাবে সব কিছু করতে পারছি। সকলে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। দিনটির বর্ষ পূর্তি উপলক্ষ্যে কুষ্টিয়া শহর ও জেলা জামায়াতের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসুচি। তার মধ্যে সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এছাড়া বিজয় মিছিলও করবে বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।
Leave a Reply