1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 8:51 am
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

নাটকীয় জয়ে ইংল্যান্ডে সিরিজ বাঁচাল ভারত

  • প্রকাশিত সময় Monday, August 4, 2025
  • 62 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত। ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল চতুর্থ দিনেই শেষ হয়ে যেত। কিন্তু বৃষ্টির বাগড়ায় আজ খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। যে ম্যাচটা ইংল্যান্ড একটা পর্যায়ে সহজে জিততে পারত, সেই ম্যাচ বাঁক বদলেছে পরতে পরতে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ভারত ৬ রানে জিতেছে। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ ব্যবধানে।লন্ডনের ওভালে চতুর্থ ইনিংসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে পারল না ইংল্যান্ড। এর আগে ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৯০২ সালে। ইংল্যান্ড সেবার ২ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অন্যদিকে ভারত এবার ওভালে ৬ রানে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের কীর্তি গড়েছে।দ্বিতীয় ইনিংসে ৭৬.২ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরুর পর প্রসিধ কৃষ্ণাকে টানা দুটি চার মারেন জেভি ওভারটন। ৭৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে চার মারার পর শেষ দুই বল ডট দিয়েছেন ওভারটন। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। ৭৮তম ওভারের তৃতীয় বলে সিরাজের বলে খোঁচা দেন জেমি স্মিথ। ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলসহ অন্যান্যরা সজোরে আবেদন করলেও মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া দেননি। ধর্মসেনা শব্দ পেলেও মূলত দেখতে চেয়েছেন জুরেল ঠিকমতো ক্যাচ ধরতে পেরেছেন কিনা। শেষ পর্যন্ত স্মিথ (২) আউট হয়েছেন।এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে সিরাজ ইংল্যান্ডকে আবার দিয়েছেন ধাক্কা। ৮০তম ওভারের পঞ্চম বলে ওভারটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। ভারতীয় পেসারের জোরালো আবেদনে ধর্মসেনা অনেকক্ষণ পরে আঙুল তুলেছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ওভারটন (৯)। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ড হারাতে পারত নবম উইকেট। ৮১তম ওভারের চতুর্থ বলে জশ টাঙের বিপক্ষে কৃষ্ণা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দেন। রিভিউ নিয়ে বেঁচে যান টাঙ। নবম উইকেট পড়তে ইংল্যান্ডের অবশ্য বেশি সময় লাগেনি। ৮৩তম ওভারের শেষ বলে টাঙকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন কৃষ্ণা। তখনই ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নামেন ওকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মাঠে নামতেই ওভালের গ্যালারিতে শোনা যায় মুহুর্মুহু হাততালি। কোনো বল মোকাবিলা না করে অ্যাটকিনসন একা খেলে যেতে থাকেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ৮৬তম ওভারের প্রথম বলে অ্যাটকিনসনকে বোল্ড করেন সিরাজ। ৩০.১ ওভারে ১০৪ রানে ৫ উইকেট নিয়েছেন সিরাজ। ৮৫.১ ওভারে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৬৭ রানে। হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৫) সেঞ্চুরি করেছেন। চোটে পড়ায় খেলতে পারেননি ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তাঁর পরিবর্তে ওভালে পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ওলি পোপ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২২৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নায়ার। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ২১.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। টেস্টে ইনিংসে এই নিয়ে চারবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে। যদিও ক্রিস ওকস ব্যাটিং করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। ভারতের প্রসিধ ও সিরাজ নিয়েছেন চারটি করে উইকেট। ভারত এরপর তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়েছে। যশস্বী জয়সওয়াল ১৬৪ বলে ১১৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন আকাশ দীপ। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর দুজনেই করেছেন ৫৩ রান। ইংল্যান্ডের জশ টাং ৩০ ওভারে ১২৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য দাঁড়ায়। শেষ পর্যন্ত ম্যাচটি স্বাগতিকেরা হেরে যায় ৬ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640