1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:23 am
শিরোনাম :
তাহসান কি আসলেই রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন ! শাকিবের প্রসঙ্গ আসতেই এড়িয়ে গেলেন বুবলী সেই নারী ভক্তকে চিঠিতে যা লিখেছিলেন সালমান শাহ রান্না জানেন না, তবু ‘রান্নাবাটি’র নায়ক ঋত্বিক পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল

সাগরতলে কার দাপট? সাবমেরিনে রাশিয়া-যুক্তরাষ্ট্র কার কেমন শক্তি

  • প্রকাশিত সময় Sunday, August 3, 2025
  • 25 বার পড়া হয়েছে

এনএনবি : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমে রুশ অর্থনীতিকে ‘মৃত’ বললেন, এর পাল্টায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পারমাণবিক প্রত্যাঘাত ‘ডেড হ্যান্ডের’ প্রসঙ্গ এনে প্রচ্ছন্ন হুমকি দিলেন, তার বদলায় ট্রাম্প কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করতে বললেন।এ যেন স্লায়ুযুদ্ধের কাল ফিরে এল! স্মৃতিতে কিউবান মিসাইল ক্রাইসিস, ইউরোপে ছোট-বড়, মাঝারি পাল্লার সব পারমাণবিক অস্ত্র বসানোর তোড়জোড়।এমন এক সময়ে ট্রাম্প ‘রাশিয়াকে নিশানায় রেখে’ সাবমেরিন মোতায়েন করতে নির্দেশ দিলেন যখন ইউক্রেইন যুদ্ধ বন্ধে তার শুল্ক আরোপ বা নিষেধাজ্ঞার হুমকি নিয়ে মস্কোকে মোটেও গা করতে দেখা যাচ্ছে না।ট্রাম্প যে ‘ডেড হ্যান্ডের’ কথায় নড়েচড়ে বসেছেন, সেটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত এক স্বয়ংক্রিয় বা আধা-স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র পরিচালন ব্যবস্থা। প্রতিপক্ষের পারমাণবিক হামলায় যদি দেশের আস্ত নেতৃত্ব নিশ্চিহ্নও হয়ে যায়, এই ‘ডেড হ্যান্ড’ তখন নিজে সক্রিয় হয়ে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারবে, লিখেছে এনডিটিভি।ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের হুমকি নিয়ে ক্রেমলিন এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে এক ঊর্ধ্বতন রুশ আইনপ্রণেতা, ভিক্টর ভদোলেৎস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের মহাসাগরগুলোতে এত বেশি রুশ পারমাণবিক সাবমেরিন আছে, যা খুব সহজেই রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দেওয়া সাবমেরিনগুলোকে মোকাবেলা করতে পারবে।
“বিশ্বের সাগরগুলোতে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা আমেরিকার চেয়ে অনেক বেশি, এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাবমেরিনগুলোকে যে উপযুক্ত জায়গায় পাঠাতে চাইছেন, সেগুলো অনেক আগে থেকেই তাদের (রাশিয়ার সাবমেরিন) নিয়ন্ত্রণে আছে,” বলেছেন তিনি।
চলুন দেখে নেওয়া যাক, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের বহরে থাক সাবমেরিনের কোনটার কেমন ক্ষমতা-আমেরিকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন (ওহাইও-শ্রেণি)
শত্রুর নজর এড়িয়ে গোপনে চলাফেরা ও সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে পারমাণবিক ওয়ারহেড ফেলার জন্য মার্কিন নৌবাহিনীর ওহাইও-শ্রেণির এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর (এসএসবিএন) সুখ্যাতি আছে। বুমার নামে পরিচিত এমন ১৪টি সাবমেরিন সক্রিয় রয়েছে। দীর্ঘসময় ধরে পারমাণবিক অস্ত্র নিয়ে টহল দেওয়ার উদ্দেশ্যে বানানো এই নৌযানগুলো বড় ধরনের মেরামত ছাড়াই ১৫ বছর চলতে পারে। এগুলো ২০টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) বহনে সক্ষম। এর প্রধান অস্ত্র ট্রাইডেন্ট টু ডি ফাইভ এসএলবিএম।
দ্রুত গতিসম্পন্ন আক্রমণাত্মক মার্কিন সাবমেরিন
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত দ্রুত গতির আক্রমণাত্মক সাবমেরিন (এসএসএন) আছে তিন ধরনের। ভার্জিনিয়া-শ্রেণি, সিওল্ফ-শ্রেণি ও লস এঞ্জেলেস-শ্রেণি (এগুলো সিক্স হানড্রেড এইটি এইট শ্রেণি নামেও পরিচিত)। এগুলোতে টমাহক ক্ষেপণাস্ত্র, হারপুন ক্ষেপণাস্ত্র ও এমকে-ফরটি এইট টর্পেডো থাকে। এই আক্রমণকারী সাবমেরিনগুলো বানানোই হয়েছে শত্রুর নৌযান খুঁজে বের করে ধ্বংস করার জন্য। এগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, রেকি ও মাইন যুদ্ধে অংশ নিতে পারে।
যুক্তরাষ্ট্রের কাছে এখন ইউএসএস হাওয়াই, ইউএসএস নর্থ ক্যারোলাইনা, ইউএসএস মিজৌরির মতো ২৪টি ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন আছে। এটাই মার্কিন সাবমেরিন বহরের সবচেয়ে অত্যাধুনিক নৌযান, যার মধ্যে চমকে দেওয়ার মতো গোপন কিছু প্রযুক্তিও সংযুক্ত আছে। এতে বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনীকে সহায়তায় কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে, আছে ডুবুরিদের জন্য লক-ইন/লক-আউট চেম্বারও।
যুক্তরাষ্ট্রের বহরে তিনটি সিওল্ফ-শ্রেণির সাবমেরিন আছে, যার প্রথমটি জলে নামানো হয়েছিল ১৯৯৭ সালে। কিন্তু এ ধরনের সাবমেরিনে ওপরের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা নেই। এই এসএসএনে ৮টি টর্পেডো টিউব থাকে, এর টর্পেডো ঘরে ৫০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র রাখা যায়।
সিক্স হানড্রেড এইটি এইট-শ্রেণির নৌযানগুলো মার্কিন সাবমেরিন বহরের মেরুদ-। এখনও এ ধরনের অন্তত ২৪টি আক্রমণাত্মক সাবমেরিন সচল রয়েছে। সোভিয়েত হুমকি মোকাবেলায় ১৯৭৬ সালে প্রথম বানানো এই সাবমেরিনগুলো গতি এবং গোপনে চলাফেরা করার দিক থেকে বেশ দক্ষ। এই লস এঞ্জেলেস শ্রেণির সাবমেরিনগুলো অবসরে গেলে তার জায়গায় ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন মোতায়েন হবে।
রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন
রাশিয়ার কাছে আছে বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন বহর, যেখানে নৌযান ৬৪টির মতো। এর মধ্যে ১৪টিই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন (এসএসবিএন), এগুলোই মস্কোর প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে অবস্থান করছে। এই এসএসবিএনের মধ্যে দুই শ্রেণির নৌযান আছে, বোয়েরি-শ্রেণি ও ডেল্টা ফোর-শ্রেণির।
রুশ নৌবাহিনীর কাছে ৮টি বোয়েরি শ্রেণির সাবমেরিন আছে, যেগুলোর প্রত্যেকটিতে ১৬টি বুলাভা এসএলবিএম ও ৬টি ফাইভ হানড্রেড থার্টি থ্রি মিলিমিটার টর্পেডো লঞ্চার থাকে। এগুলো সাবমেরিন-বিধ্বংসী রকেট ও সাবমেরিনের তলদেশে মাইনও ছুড়তে পারে। এতে শতাধিক নাবিক থাকে।
এর বাইরে রাশিয়ার অন্তত ৬টি ডেল্টা ফোর-শ্রেণির সাবমেরিন রয়েছে, যেগুলো টাইফুন-শ্রেণির পাশাপাশি বানানো হয়েছিল। এগুলোতে ১৬টি সিনেভা এসএলবিএম থাকে। সাগরে রুশ পারমাণবিক প্রতিরক্ষার মেরুদ-ের ভূমিকা পালন করে এই সাবমেরিনগুলো। তবে মেয়াদ শেষ হয়ে গেলে বোয়েরি-শ্রেণির সাবমেরিন ডেল্টা ফোর-শ্রেণির জায়গা নেবে।
দ্রুতগতির আক্রমণাত্মক রুশ সাবমেরিন
রুশ বাহিনীর কাছে অন্তত চারটি ইয়াসেন-শ্রেণির আক্রমণাত্মক সাবমেরিন আছে। এগুলো আকারে ছোট, ক্রুও লাগে কম। এই শ্রেণির সাবমেরিনগুলো ৫টি পর্যন্ত থ্রিএমফিফটিফোর ওয়ান কালিবর ক্ষেপণাস্ত্র বা চারটি পি এইট হানড্রেড থার্টিটু-ফরটি অনিক্স ক্ষেপণাস্ত্র রাখতে পারে। এর ফলে এই সাবমেরিনগুলো শত্রুর ভূমিতে দূরপাল্লার হামলা চালাতে পারে, এটি সহজে প্রতিপক্ষের জাহাজও গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে।
৫টি আকুলা-শ্রেণির সাবমেরিনও রুশ বাহিনীতে সক্রিয় রয়েছে। এগুলো নৌবাহিনীর গোপন মারণাস্ত্র, বেশি পরিচিত ‘শার্ক’ বা হাঙর নামে। রুশ ভাষায় আকুলা মানেও হাঙর। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস-শ্রেণির প্রতিপক্ষ এই সাবমেরিনগুলো কালিবর, অনিক্স, কিংবা গ্রাটিন ক্ষেপণাস্ত্র ও টর্পোডো চালাতে পারে।
এগুলোর বাইরেও রাশিয়ার কিলো ও বেলগোরোদ-শ্রেণির কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে। মূলত কাছাকাছি এলাকায় আক্রমণ ও নজরদারি ও গবেষণা কাজে এগুলো ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলোর কিছু প্রযুক্তির কথা তবু জানা যায়, রাশিয়ার সাবমেরিনে ব্যবহৃত প্রযুক্তি সম্বন্ধে জানা বেশ হ্যাপার। তবে সেগুলো যে বেশ দাপুটে, তা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রতিপক্ষদের মুখ থেকেও প্রায়ই বেরিয়ে আসে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640