এনএনবি : ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম। এনিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এমনকি বাংলা ভাষার ওপর আক্রমণের জেরে ভাষা আন্দোলনের ঘোষণা দিয়ে বোলপুর শান্তিনিকেতনে একটি পদযাত্রাও করেছেন তিনি।এবার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা প্রসঙ্গে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, শুধু বাঙালি নয়, যেকোনো নাগরিকের ওপর অত্যাচার হলেই তিনি আপত্তি জানাবেন। প্রায় পাঁচ মাস পরে বিদেশ থেকে শান্তিনিকেতনের বাড়িতে ফিরে বৃহস্পতিবার (৩১ জুলাই) এই মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অমর্ত্য সেন বলেন, বাঙালিদের ওপর যদি অত্যাচার করা হয়, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন না। গোটা। ভারতবর্ষের নাগরিকদের যে অধিকার, সেগুলো আমাদের মানতেই হবে। কোনো ভারতীয় যদি উড়িষ্যা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন বা অত্যাচারিত হন, তা নিয়েও আমাদের একই আপত্তি থাকবে। বারবার পশ্চিমবঙ্গের বাঙালিদের হরিয়ানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, গুজরাট, রাজস্থানের মতো রাজ্যগুলো থেকে পুশব্যাক করা এবং অত্যাচারের অভিযোগ উঠছে। এই পরিস্থিতি নিয়ে নোবেলজয়ী অমর্ত্য সেনের মত, সব মানুষকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। বিশেষত স্বদেশী মানুষের অধিকার ও তাদের মূল্য স্বীকার করতে হবে। তিনি বলেন, চর্যাপদ থেকে শুরু করে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে বাংলা ভাষা, বাঙালিসত্ত্বা। বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ দিয়ে যে ভাষাটা জন্ম হলো সে ভাষার মূল্য স্বীকার করতেই হবে। অমর্ত্য সেন আরও বলেন, এই বাংলা ভাষায় নানা কাব্য লেখা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামদের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্টভাবে তুলে ধরা হলো। এগুলোর মূল্য আমাদের দিতেই হবে। একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত, সে মূল্য যদি যে ভাষা না পায়, যদি তাদের ওপরে বড় রকম অবহেলা হয়, সেটা নিশ্চয়ই বন্ধ করার কারণ আছে। যারা যে ভাষায় কথা বলেন, তারা সেই ভাষায় কথা বলার সুযোগ পাবেন, এটাই আমাদের আশা।
Leave a Reply