ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা জোসনা খাতুন (৫০) ও ছেলে মো: বিপ্লব সরদারের (৩৩) মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল ২রা আগস্ট (শনিবার) বিকেল ৪টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের নিজ খামারে বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপ্লব শনিবার বেলা ৩টার দিকে চাঁদগ্রামস্থ তার মুরগির খামারের পাশের নিজ জমিতে পাওয়ার ট্রেলার দিয়ে চাষ করছিলেন। চাষ কাজ শেষে ট্রেলার নিয়ে খামারে ঢুকতেই বিদ্যুতের তার তার গাড়িতে জড়িয়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মা বাড়ি থেকে ছুটে এসে ছেলে বিপ্লবকে জড়িয়ে ধরে ছাড়াতে চেষ্টা করেন।ঘটনাস্থলে জোসনা খাতুনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিপ্লবের বোনজামাই বিপুল বলেন,৩টার দিকেও আমি তাকে চাষ করতে দেখেছি। এরপর হঠাৎ বিপ্লবের চাচাতো ভাই মুকুলের চিৎকারে শুনে এসে দেখি আমার শাশুড়িসহ সে মাটিতে পড়ে আছে। সন্তান ও স্ত্রী হারিয়ে বাবা হাবিল সরদার বারবার জ্ঞান হারাচ্ছেন।এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আর ঘটে নি। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেন, বিদ্যুৎ স্পষ্টে মা-ছেলে মারা যাওয়ার ঘটনা শুনেই আমি একটি টিম নিয়ে সেখানে গিয়েছি। এমন হৃদয় বিদারক ঘটনা সত্যিই দুঃখজনক।যেহেতু এটি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা, তাই পোস্টমর্টেম ছাড়াই লাচ হস্তান্তর করেছি।
Leave a Reply