দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদীপুর (পশ্চিম পাড়া) গ্রামে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। ২ আগস্ট (বৃহস্পতিবার) গভীর রাতে, মুখোশধারী চারজন দুর্বৃত্ত একটি বাড়িতে প্রবেশ করে স্বামী-স্ত্রী ও দুই শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দোকানের মালা মাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মিন্টু রহমান জানান, তিনি ও তার স্ত্রী মোছাঃ রুপালী খাতুন ঘরের সঙ্গে লাগোয়া মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মুখে মানকি টুপি ও গামছা বাঁধা ৪ জন দুর্বৃত্ত তাদের বসতবাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এবং শয়নকক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার হাত ও মুখ বেঁধে ফেলে এবং স্ত্রীকে ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে আনা ওজনের স্বর্ণের চেইন (৬৪,০০০ টাকা),৪ আনা ওজনের স্বর্ণের দুল (৩২,০০০ টাকা), ৪ আনা ওজনের ব্রঞ্চের ওপর সোনার চুড়ি (৩২,০০০ টাকা),দুই মেয়ের ২+২ আনা স্বর্ণের দুল (৩২,০০০ টাকা),মুদি দোকান থেকে নগদ টাকা (৪৬,০০০ টাকা) ও বিভিন্ন মালামাল (২০,০০০ টাকা)। সর্বমোট আনুমানিক ২,২৬,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। দুর্বৃত্তদের প্রত্যেকের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি থেকে ৫ ফুট ৭ ইঞ্চির মধ্যে এবং বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের সবার পরনে ছিল কালো শার্ট, কেউ কোয়ার্টার প্যান্ট আবার কেউ লুঙ্গি পড়া অবস্থায় ছিল।
দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার আগে “চিৎকার করলে কেটে ফেলব” বলে হুমকি দেয়। তাদের হাতে ছিল টর্চ লাইট এবং দেশীয় তৈরি ধারালো রামদা ও হাসুয়া। ঘটনার পর স্থানীয় বাসিন্দা মোঃ রানা ও মোঃ হেকমতসহ আশপাশের লোকজন এসে ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেন। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply