1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:39 pm

জন্মদিনে দেশকে মিস করছেন ববিতা

  • প্রকাশিত সময় Thursday, July 31, 2025
  • 98 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥বাংলা চলচ্চিত্রের অনন্য এক নাম ববিতা। পর্দায় যার মোহময় উপস্থিতি আর অভিনয়ের নিপুণতায় মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। ৩০ জুলাই ছিল কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি।চলতি মাসের শুরুতে একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটাতে কানাডায় গেছেন ববিতা। জন্মদিনেও তাই প্রিয়জনদের ছেড়ে দূর প্রবাসেই কাটছে তার সময়। মিস করছেন দেশকে, দেশের মানুষকে।কানাডা থেকে ববিতা বলেন, ‘অনিকের অফিস আছে আজ। দিনভর ব্যস্ত থাকবে। এখানকার জীবনযাপন ঢাকার মতো না। ইচ্ছেমতো বেরিয়ে পড়া বা অবসর কাটানোর সুযোগ নেই। তবে সন্ধ্যায় অনিক অফিস থেকে ফিরলে আমরা কোথাও ঘুরতে যাব, কিছু ছবি তুলব, স্মৃতিময় একটা মুহূর্ত তৈরি করব। এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন।’তিনি আরও বলেন, ‘দেশের সবাইকে ভীষণ মিস করছি। যদি দেশেই থাকতে পারতাম, সবাইকে নিয়ে জন্মদিনটা উদযাপন করা যেত। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার মঙ্গল কামনা করি।’
ববিতার চলচ্চিত্রে যাত্রা শুরু ১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতে উর্দু সিনেমা ‘জ্বলতে সুরুজ কি নিচে’তে অভিনয়ের মধ্য দিয়ে ফরিদা আক্তার পপি হয়ে উঠলেন ‘ববিতা’। নায়িকা হিসেবে তার প্রথম ছবি ‘শেষ পর্যন্ত’ মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট। দুর্ভাগ্যবশত সেদিনই তিনি মাকে হারান। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন নায়করাজ রাজ্জাক।
ববিতার অভিনয়জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’। এই সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রথমবারের মতো। ১৯৭৩ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি পায় সেরা চলচ্চিত্রের ‘গোল্ডেন বিয়ার’। পরের বছর যুক্তরাষ্ট্রের শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে জেতে ‘গোল্ডেন হিউগো’। ভারতের রাষ্ট্রপতি স্বর্ণপদকসহ জাতীয়-আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত হয় ছবিটি।পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ববিতা কাজ করেছেন ২৫০টির বেশি সিনেমায়। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা। ‘অশনি সংকেত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’, ‘নিশান’, ‘টাকা আনা পাই’, ‘মিন্টু আমার নাম’, ‘মিস লঙ্কা’, ‘প্রতিজ্ঞা’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘মায়ের জন্য পাগল’, ‘তিনকন্যা’, ‘শ্বশুরবাড়ি’, ‘জীবন সংসার’, ‘লাইলি মজনু’, ‘স্বরলিপি’, ‘জন্ম থেকে জ্বলছি’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640