1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 3:09 pm

গাজায় ‘গণহত্যার’ অভিযোগ তুলল দুই ইসরায়েলি মানবাধিকার সংগঠন

  • প্রকাশিত সময় Wednesday, July 30, 2025
  • 20 বার পড়া হয়েছে

এনএনবি : গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই এবার নিজ দেশের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলল দুটি ইসরায়েলি মানবাধিকার সংগঠন।
‘বেতসেলেম’ ও ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল’ নামের এই মানবাধিকার সংগঠন দুটি সোমবার বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সেদেশেরই সমাজ থেকে সবচেয়ে কড়া ভাষায় এমন অভিযোগ ওঠার ঘটনা এবারই প্রথম, যে দেশটি এমন কিছু করার কথা কখনও স্বীকারই করে না।ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘বেতসেলেম’ ও ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল’ জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তারা গাজার জনগণের বিরুদ্ধে ‘পরিকল্পিত ও সমন্বিত ধ্বংসযজ্ঞ’ চালানোর অভিযোগ করে।বেতসেলেমের নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, “আজ যে প্রতিবেদন আমরা প্রকাশ করছি, তা কখনও লিখতে হবে বলে কল্পনাও করিনি। গাজার মানুষদের বাস্তুচ্যুত করা হয়েছে, বোমা বর্ষণ ও অনাহারে নিপতিত করা হয়েছে। তাদের সব মানবিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।”
ওদিকে, ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল’ গাজার স্বাস্থ্য ব্যবস্থার ক্ষয়ক্ষতির ওপর আলোকপাত করেছে। তারা বলেছে, “ইসরায়েলের কর্মকা-ে গাজার স্বাস্থ্যসেবা অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সুসংগঠিত ও উদ্দেশ্যমূলকভাবে তা ধ্বংস করা হয়েছে।”গাজায় যুদ্ধের শুরুর দিনগুলো থেকেই ইসরায়েল গণহত্যার অভিযোগের মুখে নিজেদের পক্ষে সাফাই দিয়ে আসছে।হেগ এর আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলাকে উদ্ভট আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরায়েল বরাবরই বলে আসছে, তারা যা করছে তা নিজেদের প্রতিরক্ষার জন্য যুক্তিযুক্ত। বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির জন্য তারা ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে দোষারোপ করেছে।এবারও ইসরায়েলি মানবাধিকার সংগঠন দু’টির গণহত্যার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছেন ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার।
তিনি বলেন, “গণহত্যার অভিযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে, এমন অভিপ্রায় আছে কিনা সেটি… গণহত্যার অভিপ্রায় থেকে থাকলে একটি দেশের ১৯ লাখ টন ত্রাণ, যার বেশির ভাগই খাবার, (গাজায়) পাঠানোর কোনও মানে হয় না।”ইসরায়েলের সেনাবাহিনীও মানবাধিকার সংগঠনের প্রতিবেদন ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনীর দাবি, তারা আন্তর্জাতিক আইন মেনে এবং সাধারন মানুষের ক্ষতি এড়াতে নজিরবিহীন সব পদক্ষেপ নিয়েই যুদ্ধ পরিচালনা করছে। আর হামাস ‘মানব ঢাল’ হিসেবে সাধারণ মানুষকে ব্যবহার করছে।২০২৩ সালের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধারা হামলা চালালে ১,২০০ ইসরায়েলি নিহত হয়। ইসরায়েল এ হত্যাযজ্ঞকে ‘হলোকাস্টের পর ইহুদিদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন’আখ্যা দিয়েছে।
সেইদিন থেকেই গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, চলমান সংঘাতে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। গাজার জনসংখ্যার বড় অংশই বাস্তুচ্যুত হয়েছে, অবকাঠামোও ধ্বংস হয়েছে।এতদিন ইসরায়েলের গণমাধ্যমে মূলত ইসরায়েলি জিম্মিদের দিকেই বেশি মনোযোগ ছিল। তবে সম্প্রতি অনাহারে কাতর শিশুদের ছবি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ কিছুটা প্রভাব ফেলছে বলেই মনে করেন গণমাধ্যম বিশ্লেষক ওরেন পারসিকো।যদিও ইসরায়েল জুড়ে মনোভাব বদলানোর সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন অনেকে। পারসিকো বলেন, “ইসরায়েলিদের দৃষ্টিভঙ্গি হল—দায় হামাসের, তারা যদি অস্ত্র নামিয়ে রাখত এবং জিম্মিদের ছেড়ে দিত, তাহলে আজ এই যুদ্ধ শেষ হত।”
ইসরায়েলের ইয়াদ ভাসেম হলোকাস্ট মেমোরিয়ালের চেয়ারম্যান দানি দায়ানও রোববার ‘জেরুজালেম পোস্ট’-পত্রিকায় দেওয়া এক সম্পাদকীয়তে লিখেছেন, “গণহত্যা বলতে যা বোঝায়, তা হয়ত এখানে ঘটছে না। কিন্তু গাজার নিরীহ নারী-পুরুষ ও শিশুরা যে দুর্ভোগের মধ্যে আছে, তা বাস্তব। আমাদের নৈতিক মূল্যবোধ বলে, তাদের কষ্ট থেকে চোখ ফিরিয়ে নেওয়া উচিত নয়।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640