দুই দিনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া প্রেসক্লাবে জেলা বিএনপির স্থাপিত অভিযোগ বক্সে ৪টি অভিযোগ জমা পড়েছে। গতকাল বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটায় অভিযোগ বক্স খোলার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল মামুন সাগর, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার খবর পত্রিকার সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ.এইচ.এম আরিফ এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটনউজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।
জানা যায়, অভিযোগ বক্স স্থাপনের পর থেকে এপর্যন্ত মোট ৪টা অভিযোগ পড়েছে। যার মদ্যে ২টা রাজনৈতিক দল সম্পর্কিত এবং ২টা অরাজনৈতিক ইস্যু। দুইটি রাজনৈতিক দলের ইস্যুর মধ্যে একটি বিএনপি’র একজন কর্মীকে নিয়ে।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিএনপি’র যে কর্মীকে ঘিরে অভিযোগ করা হয়েছে, সেই বিষয়ে আমরা দুই দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া অরাজনৈতিক দুইটি অভিযোগ সাংবাদিক নেতৃবৃন্দ ব্যবস্থা গ্রহণ করবেন এবং বাকী রাজনৈতিক ইস্যুটা বিএনপি নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ একসাথে ব্যবস্থা গ্রহণ করবেন।
গত ২১ জুলাই দুপুর ১টার দিকে অভিযোগ বক্স উদ্বোধন করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এর আগে দুপুর ১২টা থেকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভা শেষে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য অভিযোগ বক্স স্থাপন করা করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
Leave a Reply