এনএনবি : একুয়েডরের উপকূলবর্তী গুয়ায়াস প্রদেশে ছোট একটি শহরের বারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
রয়টার্স লিখেছে, গত রোববার এই হামলা হয় এল এমপালমে শহরে। প্রাদেশিক রাজধানী গায়াকিল থেকে শহরটির অবস্থান প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে। এলাকাটি মাদকপাচারের রুট নিয়ন্ত্রণে সংঘর্ষে জড়ানো সংঘবদ্ধ অপরাধচক্রগুলোর কারণে দেশটির অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত।
অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৪০টির বেশি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি মরদেহ মেঝেতে পড়ে আছে। কিছু ঢেকে রাখা হয়েছে সাদা চাদরে।
গত বছরের শুরুতে একুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশে ‘অভ্যন্তরীন সশস্ত্র সংঘাত’ ঘোষণা করেছিলেন। এরপর নানা কড়াকড়ি আরোপ করা হলেও গুয়ায়াস প্রদেশে সহিংসতা আরও বেড়েছে।
সরকার বলছে, গত বছর সহিংসতায় মৃত্যুর হার ১৫ শতাংশ কমেছে। তবে চলতি বছরের প্রথম ছয় মাসে সেই সংখ্যা আবার ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৯ জনে।
সংঘবদ্ধ অপরাধচক্র ও মাদকপাচার নেটওয়ার্ক দমন করতে সম্প্রতি একুয়েডরের পার্লামেন্ট একটি আইন সংস্কার অনুমোদন করেছে গত মাসে। এতে সরকারকে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
Leave a Reply