এনএনবি : ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি কারাগারে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৩৫ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।মঙ্গলবার এক বিবৃতিতে স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ জানান, কারাগারটির (পেনাল কলোনি) ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।এই হামলাকে ‘আরেকটি যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক।তিনি এক্স এ লেখেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনযন্ত্র, যেটি যুক্তরাষ্ট্রকেও হুমকি দিচ্ছে, তাকে এমন অর্থনৈতিক ও সামরিক আঘাত হানতে হবে, যাতে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারায়।”২০২২ সালে ইউক্রেইনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে জাপোরিঝঝিয়া অঞ্চলে নিয়মিত ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান বোমা দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।যুদ্ধ শুরুর প্রথম দিকেই রাশিয়া একতরফাভাবে জাপোরিঝঝিয়া এবং আরও তিনটি ইউক্রেইনীয় অঞ্চল নিজেদের বলে ঘোষণা করে। কিইভ ও পশ্চিমা মিত্ররা একে অবৈধ ভূমি দখল হিসেবে আখ্যা দেয়।
স্থানীয় গভর্নর ফেদোরভ জানান, সোমবার রাতে জাপোরিঝঝিয়ায় আটটি বিমান হামলা চালায় রুশ বাহিনী, যাতে ‘উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন বোমা’ ব্যবহৃত হয়।
তবে, রয়টার্স স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি বলে জানায় বার্তা সংস্থাটি।উভয় পক্ষই বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানানোর কথা অস্বীকার করলেও এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের সিংহভাগই ইউক্রেইনের।
Leave a Reply