দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন, দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার এখলাছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার মজিবুল হক ও দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ রাজ্জাক। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও দৌলতপুর সাব-রেজিষ্ট্র্রারের বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজির কথা উল্লেখ করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, উপজেলা পরিষদে এখন এমপি নাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাই দৌলতপুর ইউএনও এখন সর্বময় কর্তা অথচ উপজেলা পরিষদের অভ্যন্তরে সাব-রেজিষ্ট্রারের বেপরোয়া চাঁদাবাজিতে আজ দৌলতপুরের সাধারণ মানুষ অতীষ্ঠ হয়ে পড়েছে। অফিস ফাঁকি দিয়ে দিন শেষে বিকেল ৫টায় নিজ কামরায় বসে দলিল প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা লেট ফি’র নামে চাঁদা নিয়ে দলিল রেজিষ্ট্রি করে থাকেন সাব-রেজিষ্ট্রার। সাব-রেজিষ্ট্রারের এসব অনিয়ম ও চাঁদাবাজির খবর ইউএনও জানেন না এটা কেউ বিশ^াস করবে। তাই সাব-রেজিষ্ট্রারের চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা সহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply