দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে ৩জন আসামি গ্রেপ্তার হলো। দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটলে সে ঘটনার প্রধান আসামি রহিদুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ। রহিদুল ইসলাম জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জয়রামপুর এলাকার মৃত ইসরাইল হোসেনের বাড়িতে প্রতিবেশী ও নিকট আত্মীয় রহিদুল ও তার লোকজন হামলা চালায়। এসময় হামলাকারীদের বাধা দিলে মৃত ইসরাইল হোসেনের ছেলে আব্দুল্লাহ সাহাবীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে রহিদুল ও রেজাউল সহ তার লোকজন। হামলায় আব্দুল্লাহ সাহাবী গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে তার একটি চোখ আঘাতপ্রাপ্ত হয়।এ ঘটনায় আহত আব্দুল্লাহ সাহাবীর মা বাদী হয়ে রহিদুল ইসলামকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার প্রধান আসামি রহিদুলকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ। এরআগে একই মামলার অপর দু’জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে জয়রামপুর এলাকায় হামলার ঘটনায় মামলা হলে সে মামলা প্রধান আসামিসহ ৩জন আসামি গ্রেপ্তার হয়েছে। হামলায় মামলার বাদীর ছেলে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। আসামি রহিদুল কে গতকাল সোমবার আদালতের প্রেরণ করা হয়েছে।
Leave a Reply