কাগজ প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া-৩ (সদর-ইবি) আসনের নির্বাচনী প্রস্তুতি সভা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওঃ নূর মোহাম্মদ বিন হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাওঃ দেওয়ান আব্দুল খালেক, সহ-সভাপতি, আমিনুল ইসলাম মুলতান, সেক্রেটারি জিএম তাওহিদ আনোয়ার প্রমূখ। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি এবং কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী। আরো বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা ইউনুছ আলী, আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ ও আলহাজ্ব ক্বারী রাহাত আলী বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনসম্পৃক্ত, সৎ ও আদর্শনির্ভর নেতৃত্ব গঠনের লক্ষ্যেই প্রার্থী তালিকা প্রণয়ন করেছে। প্রার্থীদের মধ্যে সবাই স্থানীয়ভাবে পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত। নেতারা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণ ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের পক্ষে রায় দেবে। দেশের রাজনীতিতে শুদ্ধতার নতুন ধারা তৈরি করতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।
Leave a Reply