বিনোদন প্রতিবেদক ॥ রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ‘অ্যানিমাল’ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। এটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এখন সিনেমাটির দ্বিতীয় অংশের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এ সিনেমায় ববি দেওল অভিনয় করেছিলেন ছোট একটি চরিত্রে, শেষের মাত্র ১০ মিনিট। কিন্তু তাতেই সাড়া ফেলে দেন ধর্মেন্দ্র-পুত্র ববি দেওল।এবার ফটো সাংবাদিকদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, সিনেমার দ্বিতীয় পর্ব ‘অ্যানিমেল-২’র মুক্তির তারিখ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন ববি। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ববি দেওলকে তার ছেলে আর্যমান দেওলের সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে দেখা যায়। এ সময় তিনি ফটো সাংবাদিকদের জন্যও পোজ দেন। যখন একজন ফোটোগ্রাফার তাকে জিজ্ঞাসা করলেন, ‘অ্যানিম্যাল ২’ কখন আসছে?’ এতে ববি জবাব দেন, ‘আমি জানি না।’ এখন প্রশ্ন হলো, ববির কাছে কি সত্যিই ‘অ্যানিমাল-২’র বিষয়ে কোনো তথ্য নেই? নাকি তারা সেটা লুকিয়ে রাখতে চান? এর আগে প্রযোজক ভূষণ কুমার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার পরবর্তী সিনেমা স্পিরিটের (যাতে প্রভাস প্রধান চরিত্রে রয়েছেন) পরে ‘অ্যানিম্যাল-২’র শুটিং শুরু হবে। অর্থাৎ সিনেমার জন্য এখনো অনেকটা সময় অপেক্ষা করতে হবে। রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার ‘অ্যানিম্যাল’ ভারতে ৫০০ কোটির ঘর অতিক্রম করেছিল। এমনকী দর্শক, সমালোচক, তারকাদের কাছ থেকেও বিশেষভাবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। যদিও একাংশ উগ্র পৌরুষত্বের তীব্র নিন্দা করেন। তবে সন্দীপ রেড্ডি বাঙ্গার সিনেমায় যা বেশ কমন। এ সিনেমায় ববি নেতিবাচক আবরারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি শুনতে ও কথা বলতে পারেন না। এ চরিত্রের জন্য সংকেত ভাষাও শিখেছিলেন তিনি।
Leave a Reply