1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 6:14 pm

পাঁচ দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে গ্রিস, এথেন্সের অদূরেও আগুন

  • প্রকাশিত সময় Sunday, July 27, 2025
  • 28 বার পড়া হয়েছে

এনএনবি : তীব্র তাপপ্রবাহের মধ্যে একসঙ্গে পাঁচটি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে গ্রিস; রাজধানী এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।বিবিসি লিখেছে, জ্বলন্ত কাঠের গন্ধ এথেন্সের কেন্দ্রেও পৌঁছেছে। দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে গ্রিস সরকার।
এদিকে রোববার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহান্তজুড়ে এমন চরম তাপমাত্রা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোজিয়ানিস বলেছেন, “আমাদের দমকলকর্মীরা আহত হয়েছেন, মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে, সম্পদ পুড়ে গেছে, বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে।”প্রচ- গরমের মধ্যে প্রবল বাতাস দাবানল আরও ছড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইইউ সিভিল প্রোটেকশন মেকানিজম থেকে অতিরিক্ত ছয়টি দমকল বিমান চেয়েছে গ্রিস।এথেন্স যেখানে অবস্থিত, সেই আতিকা অঞ্চলের এফিদনসে শনিবার শুরু হওয়া দাবানল দ্রুত দ্রোসোপিজি, ক্রিওনেরি এবং আজিওস তেফানোসে ছড়িয়ে পড়ে। ফলে ওইসব এলাকার বাসিন্দারা সরে যেতে বাধ্য হন।দমকল বিভাগ জানিয়েছে, প্রধান অগ্নিমুখ তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, তবে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আগুন জ্বলছে এখনও। হেলিকপ্টার ও পানি ছোঁড়া বিমান নিয়ে ওই অঞ্চলে কাজ করছেন দুই শতাধিক দমকলকর্মী।কর্মকর্তারা বলছেন, ইভিয়া দ্বীপে পিসোনার কাছে দ্বিতীয় একটি দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে” চলে গেছে এবং দ্রুত আফ্রাতির দিকে এগোচ্ছে। আগুনে বিদ্যুতের খুঁটি ও তার পুড়ে যাওয়ায় পুর্নোস ও মিস্ট্রোসের মত কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দগ্ধ ও শ্বাসনালীতে ধোঁয়া যাওয়ায় এ পর্যন্ত ছয়জন দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তবে ১১৫ জন কর্মী এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন।
দিরফিওন-মেসাপিয়নের মেয়র জর্জোস সাথাস বলেছেন, “ধ্বংসের পরিমাণ হিসাবের বাইরে।”তৃতীয় একটি দাবানল কিথিরা দ্বীপের বড় অংশকে গ্রাস করেছে। সেখানে রীতিমত ‘ধ্বংসযজ্ঞ’ চলছে বলে বর্ণনা করেছেন স্থানীয়রা। বেশ কিছু বাড়িঘর খালি করা হয়েছে। কোস্টগার্ড লিমনিওনাস বিচ থেকে ১৩৯ জনকে উদ্ধার করে কাপসালি বন্দরে পৌঁছে দিয়েছে।মেসিনিয়ার ত্রাফিলিয়া এলাকার পলিথেয়াতে শনিবার সকালে চতুর্থ দাবানল শুরু হয়, যা পরে আরও তীব্র হয়।সেখানে কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। ৮৪ জন দমকলকর্মী, ৩০টি যানবাহন এবং সাতটি উড়োযান দিয়ে আগুন নেভানোর কাজ চলছে সেখানে।পঞ্চম দাবানল চলছে ক্রিতির খানিয়া অঞ্চলের তামেনিয়া এলাকায়। সেখানে দুটি আলাদা স্থানে আগুন শুরু হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, আরও কয়েকটি অঞ্চলে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এর মধ্যে রয়েছে- আয়োনিয়ান দ্বীপপুঞ্জ, পশ্চিম গ্রিস, পিলোপনিস, মধ্য গ্রিস, অ্যাটিকা, এপিরাস, পশ্চিম মেসিডোনিয়া (ফ্লোরিনা, কাস্তোরিয়া, কোজানি), পূর্ব মেসিডোনিয়া ও থ্রেস (এভ্রোস), থেসালি (মাগনিসিয়া, লারিসা, ত্রিকালা), দক্ষিণ ঈজিয়ান (রোডস) ও ক্রিট।গত মাসে উত্তর ঈজিয়ানে গ্রিসের পঞ্চম বৃহত্তম দ্বীপ খিওসে আগুনে ৪,৭০০ হেক্টর (১১,৬০০ একর) জমি ধ্বংস হয়েছে।
জুলাই মাসের শুরুতে দাবানালের কারণে ক্রিট দ্বীপ থেকে পাঁচ হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640