1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 6:19 pm

টানাপড়েনের ছায়ায় শুরু হল ইইউ-চীন শীর্ষ সম্মেলন

  • প্রকাশিত সময় Friday, July 25, 2025
  • 20 বার পড়া হয়েছে

এনএনবি : বেইজিংয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের মধ্যে যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছে তাতে বিশ্বজুড়ে সাম্প্রতিক বাণিজ্য সংঘাত থেকে শুরু করে ইউক্রেইন যুদ্ধ পর্যন্ত নানান বিষয়ে বিস্তর আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার এমন এক সময়ে এ সম্মেলন শুরু হল, যখন দুই পক্ষ বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয়ে দুই মেরুতে অবস্থান করছে, এবং বাণিজ্যসহ নানান বিষয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে, বলছে বিবিসি।এই শীর্ষ সম্মেলন শুরুতে ব্রাসেলসে হওয়ার কথা ছিল, কিন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত স্থান বদলে যায়। জিনপিংয়ের ব্রাসেলস যেতে আপত্তি, বিশ্ব বাণিজ্য ও রাজনীতি নিয়ে সম্মেলন শেষ পর্যন্ত হয় কি না, তা নিয়ে বারবার প্রশ্ন জেগেছিল। শেষ পর্যন্ত আশঙ্কা কেটে যায়।
দিনকয়েক আগে চীন জানায়, শি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লায়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বেইজিংয়ে দেখা করবেন।বছরের শুরুতে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নতুন করে শুল্ক নিয়ে হুমকি-ধামকি দেওয়া শুরু করলে চীন ও ইইউ-র মধ্যে সম্পর্ক ভালো হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু দিন যত গড়িয়েছে দুই পক্ষের মধ্যে টানাপড়েন কমার বদলে আরও বেড়েছে।এ শীর্ষ সম্মেলন ইইউ ও চীনের মধ্যে সম্পর্ককে ‘অগ্রসর ও পুনঃসমন্বয়’ করার একটি সুযোগ, বেইজিংয়ে পৌঁছানোর পরপরই এক্সে দেওয়া পোস্টে এমনটাই লিখেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লায়েন।
তিনি বলেন, “পারস্পরিক লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। এবং এটি আমাদের পরবর্তী ৫০ বছরের সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে।”
সম্মেলনের আগে দুই পক্ষের কর্মকর্তাদের কণ্ঠে এমন আশাবাদই শোনা গেছে। ইইউ কর্মকর্তারা বলছেন, তারা খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত। আর চীনা কর্মকর্তারা একে দেখছেন ‘বৃহত্তর সহযোগিতার’ সুযোগ হিসেবে।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এখন এমন এক সংবেদনশীল মোড়ে, যেখানে অতীতের অর্জনের ওপর ভিত্তি করে নতুন অধ্যায় শুরুর সুযোগ রয়েছে।ইইউ-র ২৭টি দেশ চীনের মতোই নানান চাপে আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের রপ্তানি পণ্যে সম্পূরক শুল্ক আরোপের পর এ চাপ অনেকগুণ বেড়েছে। কিন্তু এরপরও বেইজিংয়ের এ সম্মেলন থেকে উল্লেখযোগ্য অগ্রগতির আশা করছে না ব্রাসেলস।তার মধ্যেই কেউ কেউ দুই পক্ষের মধ্যে যৌথ স্বার্থগত জায়গা খুঁজে পাওয়ার ব্যাপারে আগ্রহী। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা চলতি মাসের শুরুর দিকে বেইজিং-চীন সম্পর্ককে ‘এই শতাব্দীর বাকি সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাববিস্তারকারী সম্পর্কগুলোর একটি’ হিসেবে অ্যাখ্যা দিয়ে বলেছিলেন, দুই পক্ষের মধ্যে যেসব বিষয়ে অচলাবস্থা রয়েছে সেগুলোতে অগ্রগতি অর্জন জরুরি।কিন্তু এ বছরের শুরুতে শি-র ব্রাসেলসের দাওয়ার প্রত্যাখ্যান এবং এরপর মে-তে মস্কোতে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে হাজির হওয়া ইইউকে হতাশ করেছে।ইউরোপিয়ান পার্লামেন্টের চীন বিষয়ক প্রতিনিধিদলের প্রধান এনগিন এরোগ্লু মনে করেন, চীন ও ইইউ’র মধ্যে আগে থেকেই ভঙ্গুর আস্থাবোধ ছিল, তা এখন আরও নেমে গেছে।“এই কৌশলগত অবিশ্বাসের পরিবেশকে যদি সম্পূর্ণ শীতল না-ও বলা যায়, তারপরও এটি স্পষ্টতই উত্তেজনাপূর্ণ,” বলেছেন তিনি।
বিবিসি লিখেছে, বিশ্বের এ দুই গুরুত্বপূর্ণ শক্তির মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ।
রাশিয়াকে সহায়তা করায় ইইউ গত সপ্তাহে দুই চীনা ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শীর্ষ সম্মেলনের ঠিক আগে আগে ব্রাসেলসের এ সিদ্ধান্ত বেইজিংকে ক্ষেপিয়ে দিয়েছে এবং সম্মেলনকে ঘিরে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে।
এ নিয়ে ইইউ’র বাণিজ্য প্রধানের কাছে ‘তীব্র আপত্তি’ জানানো হয়েছে বলে জানিয়েছে চীন।
রাশিয়া ইউক্রেইন যুদ্ধে হারুক বেইজিং এটা দেখতে চায় না—চলতি মাসে ইইউ’র পররাষ্ট্রনীতির প্রধান কায়া কালাসকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমনটা বলেছেন বলে খবরও বেরিয়েছে।
চীনের সঙ্গে বৈরিতায় যুক্তরাষ্ট্রের যে আগ্রহ, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে ওয়াশিংটন সেদিকে কম মনোযোগ দিতে পারবে, ওয়াং ই এমনটা বলেছেন বলেও চাউর হয়েছে।
বেইজিং এ সংক্রান্ত খবরগুলোর সত্যতা অস্বীকার করেছে।
চলতি বছরের শুরুর দিকে কালাস চীনকে ‘রাশিয়ার যুদ্ধের প্রধান সহায়ক’ আখ্যা দিয়ে বলেছিলেন, “যদি চীন সত্যিই এই সহায়তা বন্ধ করতে চায়, তবে তা প্রভাব ফেলবে।”
চীনকে নিয়ে ইইউ’র উদ্বেগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাণিজ্য সম্পর্ক।
গত বছর ইইউ চীনের বানানো বৈদ্যুতিক গাড়ির ওপর আমদানি শুল্ক বসিয়েছিল, এর পাল্টায় বেইজিংও ইউরোপের মদের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে।
জুনে ইইউ চীনা মেডিকেল যন্ত্রপাতির ওপর বিধিনিষেধ আরোপ করে, এর পাল্টায় চলতি মাসে চীনও সরকারিভাবে ইইউ’র মেডিকেল সরঞ্জাম ক্রয়ে বিধিনিষেধ দিয়েছে।
তারচেয়েও বড় বিষয় হচ্ছে, চীন চলতি বছর থেকে বিরল খনিজ ও দুর্লভ ভৌত পদার্থ রপ্তানিতে বড় আকারের বিধিনিষেধ আরোপ করেছে, যা ইউরোপের সামরিক খাতসহ সংবেদনশীল একাধিক খাতকে দুশ্চিন্তায় ফেলেছে।
গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রতিদ্বন্দ্বিদের বিপাকে ফেলতে চীন বিশ্ব বাজারে দুর্লভ ভৌত পদার্থে তাদের ‘প্রায় একচেটিয় ‘আধিপত্যকে’ অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে বলে উরসুলা এরই মধ্যে অভিযোগও করেছেন।
সস্তা, ভর্তুকিপ্রাপ্ত চীনা পণ্যের কারণে ইউরোপের শিল্প-কারখানাগুলো এমনিতেই হুমকির মুখে। গত বছর বেইজিংয়ের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি ছিল ৩৬ হাজার কোটি ডলার; এই ঘাটতি মাত্র নয় বছরে দ্বিগুণ হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640