এনএনবি : বিবিসি নিউজ এবং বিশ্বের আরও তিনটি শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা গাজার সাংবাদিকদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, গাজায় কাজ করা সাংবাদিকরা দিন দিনই নিজেদের ও পরিবারের খাবার জোগাড় করতে অক্ষম হয়ে পড়ছে।বুধবার বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) এবং রয়টার্স এক বিরল যৌথ বিবৃতিতে বলেছে, যে সাংবাদিকরা গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন, তারা এখন অনাহারের ঝুঁকিতে আছেন।
“তারাও এখন সেই একইরকম ভয়ানক পরিস্থিতির মুখে পড়েছেন, যা নিয়ে তারা প্রতিবেদন করছেন। অনেক মাস ধরে এই স্বাধীন সাংবাদিকরাই গাজায় মাঠ পর্যায়ে থেকে বিশ্ববাসীর চোখ ও কান হয়ে আছেন”, বলা হয় বিবৃতিতে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো খবরের জন্য গাজার স্থানীয় সাংবাদিকদের ওপরই নির্ভর করে। কারণ, ইসরায়েল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে গাজায় প্রবেশ করতে দেয় না। এমনকি তারা বিবিসিকেও গাজায় সাংবাদিক পাঠাতে দেয় না।
শতাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও মানবাধিকার সংগঠন গাজায় জনগণের অনাহারে থাকা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর সংবাদ সংস্থাগুলো সাংবাদিকদের নিয়ে এই উদ্বেগ প্রকাশ করল।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধক্ষেত্রে সাংবাদিকরা বহু কষ্ট ও বঞ্চনার মধ্যে কাজ করেন। এখন এর সঙ্গে যোগ হয়েছে অনাহারের হুমকিও, যা নিয়ে আমারা গভীরভাবে উদ্বিগ্ন।“আমরা আবারও ইসরায়েল কর্তৃপক্ষকে অনুরোধ করছি, গাজার ভেতরে ও বাইরে যেন সাংবাদিকদের চলাফেরার অনুমতি দেওয়া হয়। সেখানকার মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ হওয়া জরুরি।”
ওদিকে আরেক যৌথ বিবৃতিতে মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের (এমএসএফ), সেভ দ্য চিলড্রেন ও অক্সফাম জানিয়েছে, তাদের সহকর্মীরা এবং গাজার সাধারণ মানুষ খাবারের অভাবে জীর্ণ হয়ে যাচ্ছে।তবে গাজায় ত্রাণ প্রবেশ নিয়ন্ত্রণকারী ইসরায়েল এই দাতব্য সংস্থাগুলোর বিরুদ্ধে ‘হামাসের প্রচারমাধ্যম হিসেবে কাজ করার’ অভিযোগ করেছে।
গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রোববার থেকে এ পর্যন্ত অপুষ্টিতে ৪৫ জন ফিলিস্তিনি মারা গেছে।
ইসরায়েল গত মার্চের শুরুর দিকে দু’মাসের যুদ্ধবিরতির পর গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে। প্রায় দুই মাস পর অবরোধ আংশিকভাবে তুলে নেওয়া হলেও গাজায় খাবার ও ওষুধ সংকট আরও বেড়েছে।
Leave a Reply