দৌলতপুর প্রতিনিধি ॥ নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭ জনসহ ৮জনের দাফন সম্পন্ন হয়েছে। এদেরমধ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ৬জনের এবং মেহেরপুরের গাংনীতে ২জনের দাফন সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের ফরাজিপাড়া কবরস্থানে একই পরিবারের ৪জনকে পাশাপাশি কবরে দাফনের মধ্যদিয়ে পর্যায়ক্রমে ৮জনের দাফন সম্পন্ন করা হয়। এদিকে একই পরিবারের ৭জন সহ একসাথে ৮জনের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ধর্মদহ গ্রামবাসী। নিহতদের পরিবার ও স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে। নিহত জাহিদুল ইসলামের প্রবাসী ছেলে সোহান ও ভাতিজা সুইট রানা বৃহস্পতিবার সকাল ১০টায় ধর্মদহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক ও মর্মস্পর্শী পরিবেশ তৈরী হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ধর্মদহ গ্রামের ফরাজি পাড়া কবরস্থানে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয় দূর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম (৫৫), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৫০), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫) এবং চাচাতো ভাবি আনোয়ারা খাতুন আন্নি (৫০)। প্রবাসে অবস্থান করা জাহিদুল ইসলামের ছেলে সোহান এবং আনোয়ারা খাতুনের ছেলে সুইট রানা দেশে ফেরার পর একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন করা হয়। এরআগে একইদিন সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর কবরস্থানে দাফন করা হয় নিহত জাহিদুল ইসলামের ছোটবোন রওশনারা আক্তার ইতি (৪৮) এর মরদেহ। বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাহিদুল ইসলামের শাশুড়ি আঞ্জুমান আরা খাতুন (৭৫) এবং শ্যালিকা সীমা আক্তার (৩৫) এর মরদেহ। মাইক্রেবাসের চালক শাহাবুদ্দিনের মরদেহ দাফন করা হয় বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ধর্মদহ গ্রামের পারিবারিক কবরস্থানে। উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ রোগী দেখতে সিরাজগঞ্জ যাওয়ার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় একই পরিবারের সদস্যদের বহনকরা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ৮জনই নিহত হ’ন।
Leave a Reply