বিনোদন প্রতিবেদক ॥ মাদক সেবন থেকে জঙ্গি সম্পৃক্ততা- নানা বিতর্কে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। বিতর্ক যেন তার পিছুই ছাড়ে না। একের পর এক ব্যক্তিগত সম্পর্কও তাকে বহুবার শিরোনামে এনেছে। এরপর ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন অভিনেতা, থিতু হন সংসারে। এর মধ্যেই তার স্ত্রী মান্যতার জন্মদিনে জানা গেল- স্ত্রীকে ‘মা’ বলে ডাকেন অভিনেতা। কিন্তু কেন? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ও পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।’ অভিনেতা আরও লেখেন, ‘তুমিই আমার শক্তি। তুমিই আমার পরামর্শদাতা। তুমিই আমার জীবনের স্তম্ভ। ঈশ্বর যেন সব সময় তোমাকে সুখ ও শান্তিতে ভরিয়ে রাখেন। মা, তোমাকে সব সময় খুব ভালোবাসি।’অভিনেতা নিজেই জানিয়েছিলেন, কেন স্ত্রীকে ‘মা’ সম্বোধন করে তিনি। এক সময়ে ছন্নছাড়া জীবন ছিল তার। বিতর্ক পিছু ছাড়ত না। অন্ধকারের মধ্যে ডুবে ছিলেন। সেখান থেকে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন মান্যতা। গড়ে তুলেছেন সুখের সংসার। আবার সঞ্জয় যখন ক্যান্সার আক্রান্ত, তখনও তার পাশে ছিলেন মান্যতাই। এই সব কিছুর জন্য স্ত্রীর উপর অগাধ ভরসা সঞ্জয়ের। তাই তাকে ‘মা’ বলে ডাকতেও দ্বিধা বোধ করেন না বলিউডের সাঞ্জু বাবা। প্রসঙ্গত, সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়েছিল ১৯৯৬ সালে। তিনি মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন। প্রথম স্ত্রীর সংসারে এক কন্যা রয়েছে সঞ্জয়ের। নাম- ত্রিশলা। এরপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন অভিনেতা। সাত বছরের দাম্পত্যে তারা ইতি টানেন ২০০৫ সালে। এর পরে ২০০৮ সালে গোয়ায় ঘনিষ্ঠ পরিজনের মধ্যে মান্যতাকে বিয়ে করেন তিনি।
Leave a Reply