1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 12:49 pm

২০২৪-২৫ অর্থবছর আমদানি কমেছে ৭ শতাংশ

  • প্রকাশিত সময় Tuesday, July 22, 2025
  • 98 বার পড়া হয়েছে

এনএনবি : ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৬ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে, যা এর আগের ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৭ শতাংশ কম। আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৬ হাজার ৫১৪ কোটি ডলারের পণ্য। তবে পরিমাণের দিক থেকে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ৫০টি শুল্ক স্টেশনে ২০২৪-২৫ অর্থবছরে খালাস হওয়া পণ্যের তথ্য পর্যালোচনা করে আমদানির এই চিত্র পাওয়া গেছে।এনবিআরের তথ্যভান্ডার অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, দেশীয় শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতিসহ দেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, এ রকম অনেক পণ্য আমদানি হয়েছে।
ডলার-সংকট নিয়ে গত ২০২৪-২৫ অর্থবছর শুরু হয়েছিল। অর্থবছরের ৩৬ দিনের মাথায় গত বছরের ৫ আগস্ট সরকারের পরিবর্তন হয়। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দেশে ডলার নিয়ে আগে থেকে যে কড়াকড়ি ছিল, তা তখনো আমদানির ক্ষেত্রে বহাল ছিল। সে জন্য নতুন সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়। ব্যবসায়ীরা অবশ্য বলেন, আমদানি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনো অনেক পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে মার্জিন দিতে হয় বেশি। যেমন পুরোনো জাহাজ আমদানিতে গ্রাহকভেদে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মার্জিন দিতে হচ্ছে। অর্থাৎ ১০০ কোটি টাকা দামের একটি পুরোনো জাহাজ আমদানি করতে হলে ৩০ থেকে ৫০ কোটি টাকা পরিশোধ করে ঋণপত্র খুলতে হচ্ছে। কিন্তু এ রকম সক্ষমতা অনেক উদ্যোক্তার নেই। কয়েক বছর আগেও ১০ থেকে ১৫ শতাংশ মার্জিন দিয়ে ঋণপত্র খোলা যেত। সিমেন্টের কাঁচামাল ক্লিংকার, সয়াবিন তেল ও প্রাণিখাদ্য তৈরির কাঁচামাল সয়াবিন বীজ, পুরোনো জাহাজ, বিভিন্ন মূলধনি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ডিজেল, অপরিশোধিত জ্বালানি তেল, ইউরিয়া সার, গম ও পণ্য পরিবহনের জাহাজ ইত্যাদি আমদানি কমেছে। সাধারণত দেশে পণ্য আমদানি বাড়লে অর্থনৈতিক কর্মকা- বাড়ে। বিশেষ করে কাঁচামাল আমদানি বেড়ে যাওয়ার অর্থ হলো, দেশে শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পাওয়া। যন্ত্রপাতি আমদানি বাড়লে বিনিয়োগ বাড়ে। এমনকি বাণিজ্যিক পণ্যের আমদানি বাড়লেও দেশে অর্থনৈতিক কর্মকা- বাড়ছে বলে ধরে নেওয়া হয়। আর আমদানি কমলে উৎপাদনসহ অর্থনৈতিক কর্মকা- কমে যাওয়ার আশঙ্কা থাকে। গত অর্থবছরে শিল্পের অনেক খাতে কাঁচামাল আমদানি কমেছে। কমেছে মূলধনি যন্ত্রপাতির আমদানিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640