বিনোদন প্রতিবেদক ॥ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘সায়ারা’ সিনেমাটি। অনেক দর্শকই হল থেকে বের হয়ে দাবি করছেন, সিনেমাটিতে ‘আশিকি’র ছায়া স্পষ্ট। চোখ বুজে সিনেমাটির নাম ‘আশিকি ৩’ রেখে দিলেও মন্দ হতো না। তবে কপিরাইটের বিভিন্ন সমস্যা দেখা দিতো হয়তো। এবার দেখা যাক সিনেমাটির বক্স অফিস রিপোর্টে সম্পর্কে।
বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র তথ্য মতে, রোববার ‘সায়ারা’ এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে। চাঙ্কি পা-ের ভাইয়ের ছেলে, অনন্যা পা-ের ভাই বক্স অফিসে বাজিমাত করল প্রথম সপ্তাহেই। সিনেমাটি মুক্তির প্রথম দিনে ২১ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ২৫ কোটি রুপি আয় করে। আর রোববার সর্বোচ্চ আয় হয়, যা হলো ৩৭ কোটি রুপি। এখন পর্যন্ত সাইয়ারা মোট আয় করেছে ৮৩ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি টাকারও বেশি।
‘ছাবা’ সিনেমাটির পর চলতি বছরে বলিউড সিনেমার দ্বিতীয় বৃহত্তম দিন ছিল ‘সায়ারা’র দখলে। ভিকি কৌশল অভিনীত সিনেমাটি তৃতীয় দিনে আয় করেছিল ১১৭ কোটি রুপি। রোববার (২০ জুলাই) ‘সায়ারা’র সামগ্রিক হিন্দি দখল ছিল শতকরা ৭১ দশমিক ১৮ ভাগ। বড় শহর এবং এমনকি ছোট শহরজুড়ে সিনেমাটির একাধিক শো হাউসফুল হয়েছে।
মুক্তির পর সিনেমা ‘সায়ারা’ দিন প্রতি কত আয় করেছে তা একনজরে দেখা যাক- প্রথম দিন ২১ কোটি রুপি, দ্বিতীয় দিন ২৭ কোটি রুপি, তৃতীয় দিন ৩৭ কোটি রুপি।
শুক্রবার (১৮ জুলাই) মুক্তি পেয়েছে মোহিত সুরি নির্মিত ‘সায়ারা’। এমনিতেই নিখাদ প্রেমের গল্পের প্রতি ঝোঁক দর্শকদের সব সময়ই দেখা যায়। সঙ্গে স্টার কিড আহান পান্ডের অভিষেক। নায়িকা হিসেবে দেখা গেছে ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’তে অভিনয় করা অনিত পাড্ডাকে। সিনেমাটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে।
প্রথম তিন দিনে আহান পা-ের ‘সায়ারা’ ছাপিয়ে গেল, শাহিদ কাপুরের আইকনিক সিনেমা ‘কবীর সিং’কে। তিন দিনের ব্যবসার অংকে এগিয়ে ‘সাইয়ারা’। ‘কবীর সিং’র প্রথম তিন দিনের সংগ্রহ ছিল ৭০ দশমিক ৮৩ কোটি রুপি। সেখানে ‘সায়ারা’ এখন ৮৩ কোটি আয় করেছে। অর্থাৎ, প্রায় ১৩ কোটি বেশি। যেভাবে এই সিনেমা নিয়ে হাইপ বাড়ছে দর্শকদের ভিতরে, তাতে আশা করা যেতে পারে যে, সপ্তহের দিনগুলোতেও ভালো আয় করবে ‘সায়ারা’। এখন দেখার আর কার কার রেকর্ড ভেঙে দেয় সিনেমাটি।
Leave a Reply