এনএনবি : পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় অন্তত চারজন পর্যটকের মৃত্যু হয়েছে, দুইজন আহত হয়েছেন এবং আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবার অঞ্চলটির ডায়ামার জেলার বাবুসার এলাকায় এসব ঘটনা ঘটে, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। গিলগিট-বালতিস্তান আঞ্চলিক সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক জানিয়েছেন, বাবুসারের থাক এলাকায় বন্যার পানির তোড়ে পর্যটকদের আটটি গাড়ি ভেসে গেছে। এসব গাড়ির যাত্রীদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, এদের মধ্যে একজন নারী; তিনি পাঞ্জাব থেকে এসেছিলেন। আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাবুসার মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এই এলাকার টেলিযোগাযোগ বিঘিœত হচ্ছে এবং বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফারাক জানিয়েছেন, কয়েকশ পর্যটককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের অনেককে আশ্রয় দিয়েছেন। জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) আব্দুল হামিদ ডনকে জানিয়েছেন, বন্যার তীব্রতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে আছে। বন্যার পানি যাওয়ার পথ সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। পর্যটকদের অন্তত তিনটি গাড়িকে ভেসে যেতে দেখা গেছে। তার হিসাব অনুযায়ী পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে গিলগিট-বালতিস্তানে আসা পর্যটকদের মধ্যে ‘সম্ভবত’ ২০ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো তল্লাশি চালিয়ে যাচ্ছে। কিন্তু অব্যাহত কাদার স্রোতের কারণে তাদের অভিযানে বিঘœ ঘটছে। এই বন্যার পানির তোড়ে কারাকোরাম মহাসড়কের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ও নিখোঁজদের উদ্ধার করতে নাগালে থাকা সব ধরনের সম্পদ কাজে লাগানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন। বন্যার কারণে কৃষিজমি, ফসল, গাছপালা, সরকারি ও বেসরকারি সম্পত্তি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানে আগের বছরগুলোর তুলনায় এবারের বর্ষা ঋতু ৬০ শতাংশ বেশি তীব্রতা নিয়ে হাজির হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, চলতি বছর জুলাইয়ে অস্বাভাবিকভাবে আগাম বর্ষা শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে অন্তত ১৮০ জনের মৃত্যু ও ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
Leave a Reply