এনএনবি : সিরিয়ার দ্রুজ অধ্যুষিত সুইদায় সাম্প্রদায়িক সংঘর্ষ আরও তীব্র হয়েছে। কয়েকদিনের রক্তপাতের পর দেশটির ইসলামপন্থিদের নেতৃত্বাধীন সরকার অস্ত্রবিরতি কার্যকর করার চেষ্টা করতে থাকলেও সেখানে মেশিনগানের গুলি ও মর্টারের গোলাবর্ষণের তীব্র শব্দ শোনা যাচ্ছে।শনিবার রয়টার্সের সাংবাদিকরা সুইদা শহর থেকে আসা গুলিবর্ষণের শব্দ শুনেছেন আর নিকটবর্তী গ্রামগুলোতে মর্টারের গোলা পড়তে দেখেছেন। তবে তারা তাৎক্ষণিকভাবে হতাহতের নিশ্চিত কোনো খবর পাননি।
সুইদা শহরের নিকটবর্তী এক গ্রামের বাসিন্দা মনসুর নামুর জানিয়েছেন, শনিবার বিকালেও তার বাড়ির কাছে মর্টারের গোলা এসে পড়ছিল, এসব গোলায় গ্রামটির অন্তত ২২ জন আহত হয়েছেন।সুইদার দ্রুজ অঞ্চলে একটি পোড়া ভবনের সামনের রাস্তায় মোটরসাইকেলে বেদুইন যোদ্ধারা। ছবি: রয়টার্স সুইদার দ্রুজ অঞ্চলে একটি পোড়া ভবনের সামনের রাস্তায় মোটরসাইকেলে বেদুইন যোদ্ধারা। ছবি: রয়টার্স সুইদার এক চিকিৎসক জানিয়েছেন, কয়েকদিন ধরে চলা সহিংসতায় নিহতদের মৃতদেহ ও আহতদের দিয়ে স্থানীয় একটি হাসপাতাল ভরে গেছে।হাসপাতালটির পরিচালক ওমর ওবেইদ বলেছেন, “আহতদের সবাই মর্টার বোমায় আহত হয়েছেন। কিছু মানুষের বুকে আঘাত লেগেছে, অনেকের হাতে পায়ে জখম হয়েছে।”
সিরিয়ার সরকার বলেছে, শান্তি বজায় রাখতে দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। তারা লড়াই বন্ধ রাখার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
ওই অঞ্চলটিতে প্রায় এক সপ্তাহ ধরে সাম্প্রদায়িক হানাহানি চলছে আর তাতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন।শনিবার রাতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইদা শহরে সংঘর্ষ বন্ধ হয়েছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর সেখান থেকে বেদুইন উপজাতি যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত সপ্তাহ থেকে সুইদাকে ঘিরে চলতে থাকা সংঘর্ষগুলোতে অন্তত ৯৪০ জন নিহত হয়েছেন। তবে নিহতের এই সংখ্যা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।সংঘর্ষ ফের তীব্র হয়ে ওঠার আগে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছিলেন, ‘আরব ও আমেরিকানদের’ মধ্যস্থতা শান্ত পরিস্থিতি পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল। গত সপ্তাহজুড়ে সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য তিনি ইসরায়েলের সমালোচনা করেছেন।শনিবার এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে অবিলম্বে শত্রুতা শেষ করার আহ্বান জানায়। শারা বলেছেন, সিরিয়া ‘দেশভাগ, বিচ্ছিন্নতা অথবা সাম্প্রদায়িক উস্কানির পরীক্ষার ক্ষেত্র’ হবে না। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “ইসরায়েলি হস্তক্ষেপ দেশকে একটি বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিয়েছে যা এর স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।” সর্বশেষ সংঘাতের জন্য শারা দ্রুজ বন্দুকধারীদের দায়ী করেছেন। দ্রুজ বন্দুকধারীরা বেদুইনদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
Leave a Reply