কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে বিজিবির টহল টিম ডেকে নিয়ে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয়রা এই গ্রেপ্তারকে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক ফাঁসানোর চেষ্টা বলে দাবি করেছেন। এরই প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। পরিবারের ভাষ্য, গত শনিবার (১২ জুলাই) রাতে আব্দুস সালামকে মোহাম্মদপুর বাজার থেকে মুন্সিগঞ্জ আশ্রয়ন বিওপির নায়েক সুবেদার তাকে একটি অভিযানে সঙ্গে যাবার কথা বলে ডেকে নেন। পরদিন ভোরে এক বিজিবি সদস্য তার পরিবারকে জানায় মেম্বারকে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে দৌলতপুর থানায় হস্তান্তর করে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
মানবন্ধনে পরিবারের দাবি, ঘটনার দিন রাতে আব্দুস সালাম নিজ এলাকায় মোহাম্মদপুর বাজারে অবস্থান করছিলেন। সেই সময় মুন্সিগঞ্জ আশ্রয়ন বিওপির নায়েক সুবেদার তার সঙ্গে যোগাযোগ করে জানান, পাশের চাইডুবা গ্রামে ভারত থেকে একটি মহিষ আনা হয়েছে। বিষয়টি দেখতে ও উপস্থিত থাকতে বলা হয়। পাশাপাশি নাস্তা আনতে বলা হয় সালাম মেম্বারকে। সালাম মেম্বার বাজার থেকে বিস্কুট, স্প্রাইট ও সিগারেট কিনে ঘটনাস্থলে যান এবং রাত ১১টা পর্যন্ত বিজিবি টিমের সঙ্গে রজিমুদ্দির দোকানের সামনে অবস্থান করেন। এ সময় আরও কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি তাকে সেখানে বিজিবির সঙ্গে গল্প করতে দেখেছেন। তবে রাত ১২টার পরও সালাম মেম্বার বাড়ি না ফেরায় তার স্ত্রী মোছা: রুমিয়া খাতুন উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করতে থাকেন। কোনো উত্তর না পেয়ে তিনি স্থানীয় মেম্বার মাহবুলসহ বিজিবি ক্যাম্পে যান। তখন ক্যাম্পের সেন্ট্রি জানান, সালাম মেম্বার এখনো স্যারের সঙ্গে আছেন। স্ত্রী মোছা: রুমিয়া খাতুন বলেন,“আমার স্বামীকে ডেকে নিয়ে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন এই বানোয়াট অভিযোগ প্রত্যাহার করে তার মুক্তি নিশ্চিত করা হয়।
Leave a Reply