1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 6:55 pm

জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮নং ওয়ার্ড

  • প্রকাশিত সময় Monday, July 21, 2025
  • 64 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ একটি অভিযোগ কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের অভিযোগ বক্সে জমা পড়ে। অভিযোগে জানানো হয়, ওয়ার্ডটির বেশ কয়েকটি পরিবার প্রতিনিয়ত বৃষ্টির পানি ও নোংরা নিষ্কাশনের সমস্যায় চরম দুর্ভোগ পোহাচ্ছে অভিযোগ পাওয়ার পর সোমবার দুপুরে পরিষদের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু ও সদস্য সচিব কে এম জাহিদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে এলাকা পরিদর্শনে যান। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তারা বিস্তারিত তথ্য নেন এবং চিত্র সংগ্রহ করেন। পরবর্তীতে বিষয়টি কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমরা এলাকা পরিদর্শন করেছি। যদি এলাকাবাসী সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ দ্রুত একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে।”এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে তারা এমন অবস্থায় বসবাস করছেন। সমস্যা সমাধানে পূর্বে তারা নিজেরা উদ্যোগ নিয়ে কিছু টাকা তুলে অস্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও তা কার্যকর হয়নি। বর্ষাকালে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য শাহারিয়া ইমন রুবেল, এস. এম. আতাউর গনি উসমান, আবু মনি সাকলায়েন এলিন, আরেফিন পাপ্পু, খন্দকার আনিসুর রহমান লিটু, আব্বাস হোসেন, সানজান ইসলাম প্রেম প্রমুখ। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640