এনএনবি : ইরান গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে বলে জানিয়েছেন দেশটির নিয়মিত সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভি।তাকে উদ্ধৃত করে রোববার ইরানের বার্তা সংস্থা দেফা প্রেস এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।জুনে ১২ দিনের সংঘাতে ইরানের আকাশে ইসরায়েলের বিমানগুলো ব্যাপক আধিপত্য দেখিয়েছে; সেসময় তেল আবিব ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জোর আঘাত হানে। এর পাল্টায় তেহরানের সশস্ত্র বাহিনীও ইসরায়েলি ভূখ- লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়েছিল।“আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা লুকানোর কিছু নয়। কিন্তু আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলোর বদলে আগে থেকে নিরাপদ জায়গায় মজুদ রাখা ব্যবস্থা প্রতিস্থাপন করেছেন, যেন আকাশসীমা সুরক্ষিত থাকে,” বলেছেন মুসাভি।যুদ্ধের আগে ইরানের কাছে তাদের নিজেদের বানানো দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার-৩৭৩ এবং রাশিয়ার বানানো এস-৩০০ ছিল। যুদ্ধের পর গত কয়েক সপ্তাহে ইরান বিদেশি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে কিনা, সে বিষয়ে দেফা প্রেসের প্রতিবেদনে কিছু বলা হয়নি।গত অক্টোবরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে সীমিত হামলা চালিয়েছিল। এরপর এক সামরিক মহড়ায় তেহরান রাশিয়ার বানানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়ে তেল আবিবের হামলার ধাক্কা যে তারা সামলে নিয়েছে তা বুঝিয়েছিল।
Leave a Reply