মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়দহ ইউপি’র গোবিন্দপুর এলাকায় ধর্ষন চেষ্টা মামলার প্রধান আসামী শফিকুর রহমান শফি (৫৫)কে মিরপুর থানার পুৃলিশ আটক করে জেলা কারাগারে প্রেরণ করেন এবং ভুক্তভোগী ৭ বছরের ঐ শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিক্যেলে প্রেরন করেন। থানা ও অভিভাবকের অভিযোগ সূত্রে জানাগেছে গত ১৮ জুলাই ২০২৫ দুপুরে শফির পিয়ারা বাগানে পিয়ারা নেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় ঐ জনৈক শিশুকে। এবং মধ্য বাগারে নিয়ে ধর্ষন করার চেষ্টা করে। এ সময় ধর্ষন চেষ্টার সময় শরীরে কামুড়ের দাগ দিয়েছে এবং স্পর্স কাতর স্থানে হাত দিয়েছে বলে জানান। ধর্ষন করার চেষ্টা কালে পথচলতি মানুষের উপস্থিতি বুঝতে পেরে, ঐ শিশুকে ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়েদেয়।এ ঘটনার কথা ১৯ জুলাই একটু অসুস্থ্যতা বোধ করলে তার মা জোর পূর্বক জিজ্ঞাসা করলে, তার মাকে বিষয়টি অবগত করে। এ ঘটনায় প্রতিবেশি শফি কুকাজের কথা তার বাড়িতে জানতে গেলে উল্টা ঐ মেয়েদের অভিভাবককে ভয়ভূতি দেখায়। অবশেষে ঐ শিশুর পরিবার মিরপুর থানায় এসে বিষয়টি থানা অফিসার ইনচার্জ মোমিনুল ইসলামকে অবগত করলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বলেন। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়, মামলা নং ২৬ তাং ২০-০৭-২০২৫খ্রীঃ। পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে রাতেই আটক করেন ধর্ষন চেষ্টাকারী শফিকে। পরে বিভিন্ন মাধ্যমে আফোষ করার জন্য চেষ্টা করে। পুলিশ মেডিকেল রিপোট করার জন্য ডাক্তারের কাছে ঐ মেয়েকে নিয়ে যায় । তবে আসামী পক্ষ বলছে ভিন্ন কথা।
Leave a Reply