1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 8:58 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

এপস্টিনকে চিঠি: ওয়াল স্ট্রিট জার্নাল, রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা ট্রাম্পের

  • প্রকাশিত সময় Sunday, July 20, 2025
  • 59 বার পড়া হয়েছে

এনএনবি : কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে অশালীন চিঠি পাঠিয়ে ডনাল্ড ট্রাম্প জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন, এখন ‘ভুয়া’ খবর প্রকাশ করায় মার্কিন প্রেসিডেন্ট ওয়াল স্ট্রিট জার্নালের মূল কোম্পানি ডাউ জোনস ও এর মালিক রুপার্ট মারডকের কাছে এক হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন।
ট্রাম্পের দাবি, ওই খবর তার সম্মানহানি ও মানহানির আইন লঙ্ঘন করেছে।
মার্কিন বিচার বিভাগ এক বিচারককে এপস্টিন সংক্রান্ত নথি উন্মুক্ত করার আবেদন জানানোর পর ট্রাম্পের মামলার এ খবর এল বলে জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার ট্রাম্প প্রয়াত জেফ্রি এপস্টিন সংক্রান্ত বাড়তি সব নথি প্রকাশের অনুমতি দিতে আদালতের কাছে আর্জি জানানো হবে বলে জানিয়েছিলেন।
এপস্টিনের গোপন ফাইল সামাল দিতে প্রশাসনের ভূমিকা নিয়ে ট্রাম্পের নিজ সমর্থকদের ভেতরে ক্ষোভ দানা বাঁধছে। এই পরিস্থিতির মধ্যে গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, বিচার বিভাগের তদন্তে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি যেসব তথ্য ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে করেন তা তার প্রকাশ করা উচিত।
পাম বন্ডি এর আগে এপস্টিন ফাইল প্রকাশের আহ্বান জানালেও সম্প্রতি তার দপ্তর এপস্টিনের কোনও ‘ক্লায়েন্ট লিস্ট’ থাকার প্রমাণ নেই দাবি করে রাজনৈতিক পরিমন্ডলে সমালোচনার শিকার হয়েছে।
গতবছর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার চালানোর সময় ট্রাম্প এপস্টিন ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বছর আবার বিষয়টি সামনে আসে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বিবাদের মধ্যে।
জেফ্রি এপস্টিন ফাইল ফাঁস করার হুমকি দেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জেফ্রি এপস্টিনের ফাইল প্রকাশ না করায় ট্রাম্পের উদ্দেশ্যে প্রশ্নও তোলেন তিনি।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রভাবশালীদের রক্ষায় এপস্টিন-সম্পর্কিত কেলেঙ্কারির তথ্য গোপন রাখার অভিযোগ আছে, যা তার রাজনৈতিক ভিত্তির মধ্যেই বিভাজন সৃষ্টি করেছে।
ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ আন্দোলনের অনেক সমর্থক এখনও বিশ্বাস করেন, এপস্টিন-সম্পর্কিত তথ্য গোপন করে রাখা হয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য।
গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগ এ মাসের শুরুতে প্রকাশিত এক স্মারকে জানায়, তারা এপস্টিনের কোনও ‘ক্লায়েন্ট তালিকা’ বা তার ব্ল্যাকমেইল করার বিষয়ে প্রমাণ খুঁজে পায়নি।
তারা আরও জানায়, এপস্টিন আত্মহত্যা করেছেন। তার মৃত্যু এবং সংশ্লিষ্টদের বিষয়ে আর কোনও তথ্য প্রকাশ করা সমীচীন নয়। এই স্মারক প্রকাশের পরই ক্ষোভ আরও বাড়ে।
সমালোচকদের অনেকে বলছেন, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে এ বিষয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা একে ধামাচাপা দিয়ে দিচ্ছে।
এপস্টিন ফাইলস যুক্তরাষ্ট্রের বিতর্কিত কেলেঙ্কারির এক গোপন নথি। ট্রাম্পের রিপাবলিকান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এসব নথি প্রকাশের দাবি উঠেছিল। পরে সেই ফাইলের একটি অংশ প্রকাশ্যে এনেছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি।
যৌনদাসী কেনাবেচা এবং প্রভাবশালী ব্যক্তিদের যৌনদাসী সরবরাহের অভিযোগ আছে এপস্টিনের বিরুদ্ধে। অভিযোগ আছে- এপস্টিনের পিডো দ্বীপের বিলাসবহুল প্রাসাদে চলত অবৈধ সম্পর্ক। নাবালিকা, এমনকি শিশুদের দিয়েই চালানো হতো যৌন সম্পর্কের কাজ।
এপস্টিনের ব্যক্তিগত বিমানে করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অতিথিরা সেখানে যেতেন। এপস্টিনর যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পসহ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, স্টিফেন হকিং থেকে মাইকেল জ্যাকসন পর্যন্ত বিশ্বের প্রভাবশালী সব ব্যক্তির নাম আছে বলেও শোনা গিয়েছিল।
তার মধ্যেই বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে জেফরি এপস্টিন তার ৫০তম জন্মদিনে যেসব শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন, তার মধ্যে ছিল ট্রাম্পের চিঠিটি। সেসময় এপস্টিনের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ আনা হয়নি।
ওই চিঠির শুভেচ্ছাবার্তায় লেখা ছিল, “শুভ জন্মদিন। আপনার প্রতিটি দিনই যেন আরেকটি সুন্দর গোপনীয়তায় ভরে ওঠে।”
প্রতিবেদনে বলা হয়, চিঠিটিতে এক নগ্ন নারীর ছবি এঁকেছিলেন ট্রাম্প। ছবিটি মার্কার দিয়ে হাতে আঁকা ছিল। চিঠিতে ‘ডনাল্ড’ নামে ট্রাম্পের স্বাক্ষরও ছিল।
প্রতিবেদনটি প্রকাশের পর ট্রাম্প চিঠি পাঠানোর ঘটনাকে ‘ভুয়া’ অ্যাখ্যা দিয়ে মামলা করার হুমকি দিয়েছিলেন।
শুক্রবার আরেক পোস্টে তিনি লেখেন, “কথাগুলো আমার নয়। আমি এভাবে কথা বলি না। আমি ছবিও আঁকি না।”
পরে মামলা করার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, “ভুয়া ও মানহানিকর প্রতিবেদন ছাপায় ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে শক্তিশালী মামলা করেছি।
“রুপার্ট ও তার বন্ধুরা প্রস্তুত থাকুন, দীর্ঘ জবানবন্দি অপেক্ষা করছে।”
ট্রাম্পের সঙ্গে মারডকের সম্পর্কে আগেও উত্থান-পতন দেখা গেছে। রোববারও ফিফা বিশ্ব ক্লাব কাপের ম্যাচে এই মিডিয়া মুঘলকে ট্রাম্পের সঙ্গেই দেখা গেছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর মারডক বেশ কয়েকবার ওভাল অফিসেও গেছেন।
ডাউ জোনসের এক মুখপাত্র বিবিসিকে দেওয়া বিবৃতিতে বলেছেন, “আমাদের প্রতিবেদনের নির্ভুলতা ও যথার্থতার ওপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে, যেকোনো মামলার বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে লড়বো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640