এনএনবি : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বাড়ি ও রাজনৈতিক সদর দপ্তরে অভিযান চালিয়েছে ফেডারেল পুলিশ। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে বলে শুক্রবার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়।
যদিও বিবৃতিতে বোলসোনারোর নাম উল্লেখ করা হয়নি, তবে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই অভিযান সরাসরি বোলসোনারোকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির শাসক ছিলেন বোলসোনারো। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টে বিচারাধীন আছেন। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ২০২৩ সালের জানুয়ারিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা’র দায়িত্ব গ্রহণ ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আদালত বোলসোনারোকে একটি ইলেকট্রনিক গোড়ালির ব্রেসলেট পরার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তিনি যেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার পুত্র ও সংসদ সদস্য এদুয়ার্দো বোলসোনারোর সঙ্গে যোগাযোগ না করেন—সেই নির্দেশও জারি করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেও ২০২১ সালের নির্বাচনি ফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন, হুমকি দিয়েছেন—যদি বোলসোনারোকে আইনি ছাড় না দেওয়া হয় তবে ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
Leave a Reply