1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:17 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

মালয়েশিয়ায় ‘সমকামী পার্টিতে’ পুলিশের হানা, ডজনের বেশি আটক

  • প্রকাশিত সময় Friday, July 18, 2025
  • 19 বার পড়া হয়েছে

এনএনবি : মালয়েশিয়ার কর্তৃপক্ষ গত মাসে এক সমকামী পার্টিতে হানা দিয়ে ডজনের বেশি পুরুষকে আটক করেছিল বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তানে গভীর রাতে ওই ‘গে পার্টিতে’ অভিযান চালানো হয়, বৃহস্পতিবার তিনি এমনটা বলেছেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় সমকামিতা অপরাধ। দেশটিতে সমকামী, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের ব্যাপারে অসহিষ্ণুতা দিন দিন বাড়ছে জানিয়ে মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ক্রমাগত উদ্বেগ জানিয়ে আসছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
কেলান্তান রাজ্য পুলিশের প্রধান মোহাম্মদ ইউসুফ মামাত জানান, জনসাধারণের দেওয়া খবরের ভিত্তিতে এবং রাজ্যের রাজধানী কোটা ভারুর একটি ভাড়া বাড়িতে নজরদারি চালানোর পর পুলিশ জুনে ২০ পুরুষকে আটক করেছিল।
“জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে একটি সমকামী দলের অংশ বলে স্বীকার করে নিয়েছে,” সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন মোহাম্মদ ইউসুফ।
তিনি জানান, ওই ‘গে পার্টিতে’ যৌন কার্যকলাপের কোনো প্রমাণ না মিললেও পুলিশ ঘটনাস্থলে কনডম ও এইচআইভির ওষুধ পায়।
আটকদের মধ্যে তিনজনের মোবাইলে সমকামী পর্ণোগ্রাফিক কনটেন্ট থাকায় তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, কিন্তু নির্দিষ্ট আইন বা পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় অন্যদের বিরুদ্ধে মামলা করা যায়নি, বলেছেন ইউসুফ।
“আমরা এই ধরনের আচরণ নিয়ে উদ্বিগ্ন। আমরা সমকামী গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ অব্যাহত রাখবো,” বলেছেন তিনি।
মালয়েশিয়ায় সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়; দেশটিতে প্রচলিত শরিয়া আইনে পুরুষ-পুরুষ ও নারী-নারী যৌনতা এবং পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই একে অপরের পোশাক পরা (যা ক্রস ড্রেসিং নামে পরিচিত) নিষিদ্ধ।
বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মের মানুষের মিলনস্থল মালয়েশিয়ায় বেসামরিক আইনের পাশাপাশি মুসলিমদের জন্য শরিয়া আইনও চালু আছে।
২০২৩ সালে, ব্রিটিশ পপ ব্যান্ড ‘দ্য ১৯৭৫’ এর এক পুরুষ সদস্য মঞ্চে আরেক পুরুষ সদস্যকে চুমু খাওয়ায় এবং মালয়েশিয়ার এলজিবিটিকিউবিরোধী আইনের সমালোচনা করায় কর্তৃপক্ষ একটি সঙ্গীত উৎসব বন্ধ করে দিয়েছিল।
২০১৮ সালে দেশটিতে সমকামী যৌনতার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত দুই নারীকে আদালতের মধ্যে বেত্রাঘাতও করা হয়েছিল।
মানবাধিকার সংগঠন জাস্টিস ফর সিসটার্স এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে চলতি বছরের মে পর্যন্ত মালয়েশিয়ায় যেসব প্রকাশনা নিষিদ্ধ হয়েছে, তার প্রায় অর্ধেকই ছিল এলজিবিটিকিউ বিষয়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640