এনএনবি : জালিয়াতির অভিযোগ থেকে স্যামসাংয়ের শীর্ষ কর্মকর্তা জে-ইয়ং লি‘কে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত।
এর মাধ্যমে ২০১৫ সালে হওয়া একটি একীভূতকরণ চুক্তিতে তার ভূমিকা নিয়ে কয়েক বছরব্যাপী দীর্ঘ এক আইনি লড়াইয়ের অবসান ঘটল, বলছে বিবিসি।
স্যামসাং প্রতিষ্ঠাতার নাতি ও ২০১৪ সাল থেকেই কোম্পানিটির ‘ডি ফ্যাক্টো’ শীর্ষ কর্মকর্তার দায়িত্ব পালন করা লি-র বিরুদ্ধে কোম্পানির শেয়ার ব্যবহার ও হিসাব জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।
চূড়ান্ত রায়ে সিউলের সুপ্রিম কোর্ট লি’কে নির্দোষ জানিয়ে খালাসের রায় দেয়। আপিল ও নি¤œ আদালত আগেই তাকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছিল।
‘চেবলস’ নামে পরিচিত প্রভাবশালী পরিবারগুলোর চালানো নানান ব্যবসায়িক গোষ্ঠীর করপোরেট দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে দক্ষিণ কোরিয়া যখন হিমশিম খাচ্ছিল, তখন লি-র বিরুদ্ধে এই অভিযোগ ওঠে, যা প্রযুক্তি জায়ান্টটির ওপর বিস্তৃত নজরদারির সুযোগ সৃষ্টি করেছিল।
“আজ, সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায়ের মাধ্যমে নিশ্চিত করে দিয়েছে যে স্যামসাং সিঅ্যান্ডটি-র একীভূতকরণ এবং স্যামসাং বায়োলজিকসের হিসাব-নিকাশ সংক্রান্ত ব্যাপার পুরোপুরি আইনসম্মত ছিল।
“পাঁচ বছরের বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে বিজ্ঞ রায়ে উপনীত হওয়ায় আমরা আদালতকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি,” বৃহস্পতিবার এমনটাই বলেছেন স্যামসাংয়ের আইনজীবীরা।
কৌঁসুলিরা লি ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে জাল হিসাবনিকাশের সাহায্যে লি-র ওষুধনির্মাণ কোম্পানি স্যামসাং বায়োলজিকসের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগ এনেছিলেন।
তাদের যুক্তি ছিল, বেশি মূল্য দেখানোর মাধ্যমে লি’কে ২০১৫ সালের একটি একীভূতকরণ চুক্তিতে স্যামসাংয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ একটি শাখা কোম্পানির বেশি শেয়ার কেনার সুযোগ করে দেওয়া হয়, যার মাধ্যমে তার কোম্পানির প্রধান হওয়ার পথও নিশ্চিত হয়েছে।
কৌঁসুলিরা দাবি করেন, এই একীভূতকরণের উদ্দেশ্যই ছিল কোম্পানির নিয়ন্ত্রণ লি কুন-হি’র কাছ থেকে নিয়ে নেওয়া। লি জে ইয়ংয়ের বাবা লি কুন-হি নিজেও নানান আইনি ঝামেলায় জর্জরিত ছিলেন, তিনি ২০১৪ সালে হার্ট অ্যাটাক করেন এবং ২০২০ সালে মারা যান।
স্যামসাংয়ের প্রধান হওয়ার পথ পরিষ্কার রাখতে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের এক উপদেষ্টাকে ঘুষ দেওয়ার অভিযোগে ২০১৭ সালে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন লি জে ইয়ং। ১৮ মাস জেল খাটার পর প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ক্ষমায় মুক্তি পান তিনি।
সেসময় দক্ষিণ কোরিয়ার সরকার বলেছিল, কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দিতে দেশের সর্ববৃহৎ কোম্পানির নেতাকে খুবই দরকার।
২০১৪ সালে জেলা আদালত লি-র বিরুদ্ধে স্যামসাংয়ের আওতাধীন দুটি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৮০০ কোটি ডলার একীভূতকরণ চুক্তিতে অনিয়মের সব অভিযোগ খারিজ করে দিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিরা পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু আপিল আদালতও আগের রায় বহাল রেখে লি’কে জালিয়াতির সব অভিযোগ থেকে মুক্তি দেয়। সর্বশেষ সুপ্রিম কোর্টেও মুক্তি পেলেন তিনি।
Leave a Reply