এনএনবি : পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি রাশিয়ার বাল্টিক অঞ্চলের কালিনিনগ্রাদে হামলা চালায়, তবে রাশিয়া তার পরমাণু নীতির আওতায় উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পার্লামেন্টের নি¤œকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লুতস্কি।
রুশ বার্তা সংস্থা তাস-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্লুতস্কি বলেন, কালিনিনগ্রাদ অঞ্চলে হামলা মানেই রাশিয়ার ওপর সরাসরি আক্রমণ এবং এর প্রতিক্রিয়ায় আমরা উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করবÑ যার মধ্যে পরমাণু নীতির আওতাধীন পদক্ষেপও অন্তর্ভুক্ত।
এ মন্তব্যের পেছনে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল ক্রিস্টোফার ডোনাহুর এক বিস্ফোরক বক্তব্য।
তিনি বলেন, কালিনিনগ্রাদ একটি সংকীর্ণ এলাকাÑ প্রায় ৪৭ মাইল চওড়াÑ যা চারপাশ থেকে ন্যাটো ঘেরা। এই অঞ্চলকে এত দ্রুত ও নির্ভুলভাবে ‘পরাজিত’ করা সম্ভব, যা অতীতে ভাবনার বাইরে ছিল।
স্লুতস্কি এই বক্তব্যকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ উসকে দেওয়ার পরিকল্পনা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের উসকানিমূলক আচরণ বিশ্বব্যাপী অচলাবস্থা সৃষ্টি করতে পারে, যার কোনো বিজয়ী থাকবে না।
স্লুতস্কি আরও বলেন, বর্তমানে ন্যাটোই বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কালিনিনগ্রাদ হলো রাশিয়ার একটি বাল্টিক উপকূলীয় অঞ্চল, যা লিথুয়ানিয়া ও পোল্যান্ড দ্বারা বেষ্টিত এবং ন্যাটোর মধ্যে অবস্থিত। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা প্রায়ই অঞ্চলটির কৌশলগত গুরুত্ব ও সামরিক জটিলতা নিয়ে আলোচনা করে থাকেন।
সূত্র: তাস
Leave a Reply