এনএনবি : সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৃহস্পতিবার বলেছেন, দ্রুজ নাগরিকদের ও তাদের অধিকার রক্ষা ‘আমাদের অগ্রাধিকার’। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজদের আক্রমণরত সরকারি বাহিনীকে ইসরায়েল ধ্বংস করে দেওয়ার প্রত্যয় জানানোর পর তিনি একথা বলেন।
বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর টেলিভিশনে সম্প্রচারিত প্রথম বিবৃতিতে শারা দ্রুজদের নাগরিকদের সম্বোধন করে বলেন, “বহিরাগত কোনো পক্ষের আপনাদের টানাটানি করার যে কোনো প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি।
“যারা যুদ্ধকে ভয় পায় আমরা তাদের মধ্যে নেই। আমরা আমাদের জনগণকে রক্ষা ও বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করতে করতে জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু আমরা সিরীয়দের স্বার্থকে বিশৃঙ্খলা ও ধ্বংসের আগে স্থান দিয়েছি।”
সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না আর তাদের মর্যাদা হুমকির মুখে পড়লে তারা লড়াই করতে প্রস্তুত বলে দাবি করেছেন শারা।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে কিছু সামরিক স্থাপনায়ও আঘাত হেনেছে।
ইসরায়েল দ্রুজদের ওপর হামলারত সিরিয়ার সরকারি বাহিনীকে প্রত্যাহার করা না হলে তাদের ধ্বংস করে দেওয়ার প্রত্যয় জানিয়েছে।
এসব হামলার মাধ্যমে শারার ইসলামপন্থি প্রশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান আরও তীব্র করে তুলল ইসরায়েল। শারা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন ক্রমশ উষ্ণ হয়ে উঠছে আর তার প্রশাসনের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে তখনই এসব হামলা চালাল ইসরায়েল।
সিরিয়ার নতুন শাসকদের ‘ছদ্মবেশী জিহাদি’ হিসেবে বর্ণনা করে ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার বাহিনীগুলোকে ইসরায়েলের সীমান্ত সংলগ্ন দক্ষিণ সিরিয়ায় অগ্রসর হতে দেবে না এবং ওই অঞ্চলের দ্রুজ সম্প্রদায়কে হামলা থেকে রক্ষা করবে।
ইসরায়েলের নিজেদের সংখ্যালঘু দ্রুজদের আহ্বানে উৎসাহিত হয়ে সিরিয়ায় এসব হামলা চালাচ্ছে বলে লিখেছে রয়টার্স।
যুক্তরাষ্ট্র বলেছে, এই লড়াই দ্রুতই বন্ধ হয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে বলেছেন, “আমরা সিরিয়ার সংঘাতে জড়িত সব পক্ষকে সম্পৃক্ত করেছি। আমরা সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে একমত হয়েছি যা আজ রাতেই এই যন্ত্রণাদায়ক ও ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাবে।”
এই সংঘাত নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসবে বলে কূটনীতিকরা জানিয়েছেন।
Leave a Reply