1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:16 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

ইয়েমেনে ভারতীয় নারী নিমিশা প্রিয়ার মৃত্যুদ- কার্যকর পেছাল

  • প্রকাশিত সময় Wednesday, July 16, 2025
  • 70 বার পড়া হয়েছে

এনএনবি : ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদ- কার্যকর আপাতত পিছিয়ে গেছে। ১৬ জুলাইয়ে তার মৃত্যুদ- কার্যকর করার কথা ছিল। কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
মৃত্যুদ- পেছানোয় সাময়িক স্বস্তি মিলেছে। ভারত এখনও প্রিয়াকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রিয়া সাজা থেকে রেহাই পেতে হলে একমাত্র পথ হল নিহতের পরিবারের কাছ থেকে ক্ষমা পাওয়া।
ইয়েমেনের নাগরিক তালাল আব্দো মাহদিকে হত্যার অভিযোগে ৩৭ বছর বয়সি নিমিশা প্রিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০২০ সালে স্থানীয় এক আদালত তাকে মৃত্যুদ- দেয়।
তার পরিবার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পর আদালত ২০২৩ সালে তাদের আবেদন খারিজ করে। এবছর জানুয়ারিতে হুতি বিদ্রোহীদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত ভারতীয় এই নারীর মৃত্যুদ- অনুমোদন করেন।
এরপর ১৬ জুলাই বুধবার তার সাজা কার্যকরের দিন নির্ধারণ করা হয়েছিল। তাকে বাঁচাতে ভারত সরকারের পাশাপাশি ইয়েমেনে অভিবাসী ভারতীয়দের একাংশ খোলেন ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’।
এই কাউন্সিলের সদস্য ও সমাজকর্মী বাবু জন গত সপ্তাহে বিবিসি-কে বলেছিলেন, “আমরা এখনও তাকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু আসলে নিহতের পরিবারকে তাকে (প্রিয়া) ক্ষমা করতে রাজি হতে হবে।”
ওদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কয়েকটি সূত্র মঙ্গলবার বলেছে, তাদের কর্মকর্তারা ইয়েমেনের জেল কর্তৃপক্ষ এবং কৌসুলির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
ভারত সরকার সম্প্রতি কয়েকদিনে নিমিশা প্রিয়ার পরিবারের জন্য আরও সময় পাওয়ার চেষ্টা চালিয়ে এসেছে, যাতে অপরপক্ষের সঙ্গে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো যায়।
নিমিশা ভারতের কেরালা রাজ্যের পালক্কাড় জেলার বাসিন্দা। নার্সের কাজ নিয়ে ২০০৮ সালে তিনি ইয়েমেনে গিয়েছিলেন। সেখানে একটি হাসপাতালে কাজ শুরু করেন। পরে একাধিক হাসপাতালে কাজ করেন।
এরপর ঠিক করেন নিজেই ক্লিনিক খুলবেন। সেই সূত্রেই ২০১৪ সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির সঙ্গে আলাপ হয় তার। ইয়েমেনের আইন অনুযায়ী, ব্যবসা করার জন্য সেদেশের একজন অংশীদার প্রয়োজন ছিল প্রিয়ার।
২০১৫ সালে মাহদির সঙ্গে মিলে নতুন ক্লিনিক খোলেন প্রিয়া। এর পর থেকেই শুরু হয় দুই অংশীদারের মতবিরোধ। পরে তালাল আব্দো মাহদিকে হত্যার অভিযোগেই ২০১৭ সালে গ্রেপ্তার হন প্রিয়া। ওই সময় মাহদির কাটা মরদেহ একটি পানির ট্যাংকে পাওয়া যায়।
আদালতে নিমিশা প্রিয়ার আইনজীবী বলেছেন, তার মক্কেলের (প্রিয়া) সব অর্থকড়ি এবং পাসপোর্ট মাহদি কেড়ে নিয়েছিলেন। মাহদির হাতে মারধরের শিকার হয়েছিলেন প্রিয়া। বন্দুক তাক করে প্রিয়াকে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন মাহদি।
মাহদির হাত থেকে বাঁচতেই ২০১৭ সালের ২৫ জুলাই তাকে চেতনানাশক ইঞ্জেকশন দেন নিমিশা প্রিয়া। মাহদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট উদ্ধার করাই ছিল প্রিয়ার উদ্দেশ্য। কিন্তু চেতনানশকের ওভারডোজের কারণে ইয়েমেনি যুবক মাহদির মৃত্যু হয়।
এরপর মাহদির মৃতদেহ টুকরো টুকরো করে কেটে পানির ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন প্রিয়া। কিন্তু শেষরক্ষা হয়নি। ইয়েমেন ছেড়ে পালানোর সময় ধরা পড়ে যান তিনি। তাকে বন্দি করা হয়েছিল রাজধানী সানার একটি কারাগারে।
ইরান-সমর্থিত হুথি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে সেই শহর। ২০১৮ সালে মাহদি খুনের মামলায় দোষী সাব্যস্ত হন প্রিয়া। তার পরিবার শুরু থেকেই তাকে বাঁচানোর চেষ্টা করে এসেছে। কিন্তু সফল হয়নি।
প্রিয়ার প্রাণভিক্ষার আবেদন ইয়েমেনের প্রেসিডেন্টও খারিজ করার পর সাহায্য চেয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ে দ্বারস্থ হয় প্রিয়ার পরিবার। মেয়েকে বাঁচাতে ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে ২০২৪ সালের এপ্রিলে ইয়েমেনে গিয়েছিলেন প্রিয়ার মা। সেখান থেকেই ভারত সরকারের কাছে একাধিকবার মেয়েকে বাঁচানোর আর্জি জানান তিনি।
তবে প্রিয়ার মুক্তির জন্য ভারত সরকারের অনুরোধেও কাজ হয়নি। এখনও গোটা বিষয়টি ওই ব্লাড মানি কিংবা মাহদির পরিবারের ক্ষমা ভিক্ষার উপরই দাঁড়িয়ে আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640