এনএনবি : তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরাধিকার প্রসঙ্গ ভারত-চীন সম্পর্কে ‘কাঁটা’ হয়ে আছে বলে মন্তব্য করেছে নয়া দিল্লির চীন দূতাবাস।
২০২০ সালে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের আগে রোববার তারা এ মন্তব্য করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি মাসে ৯০তম জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানের আগে তিব্বতি বৌদ্ধদের প্রধান দালাই লামা উত্তরাধিকার ইস্যু নিয়ে চীনকে চটিয়ে দিয়ে বলেছিলেন, এ প্রসঙ্গে বেইজিংয়ের কোনো ভূমিকা থাকতে পারে না।
তার জন্মদিনের অনুষ্ঠানে ভারতের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত ছিলেন।
তিব্বতিরা বিশ্বাস করেন, ঊর্ধ্বতন বৌদ্ধ ভিক্ষুর আত্মা ওই ভিক্ষুর মৃত্যুর পর অন্য কারও দেহে পুনরায় স্থান করে নেয়।
চতুর্দশ দালাই লামা বলেছেন, তার মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত ট্রাস্টই নতুন দালাই লামা খুঁজে বের করবে, যার দেহে তিনি পুনর্জন্ম নেবেন। অন্যদিকে চীন বলছে, ওই উত্তরাধিকার অবশ্যই বেইজিংয়ের নেতাদের অনুমোদিত হতে হবে।
তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ এক অভ্যুত্থানচেষ্টার পর ১৯৫৯ সাল থেকে এখনকার দালাই লামা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তার এ অবস্থান চীনের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রে ভারতকে কিছু ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে অনেক বিশেষজ্ঞই মনে করেন।
নির্বাসিত তিব্বতি সরকারের পাশাপাশি প্রায় ৭০ হাজার তিব্বতিও ভারতে বসবাস করছেন।
চীন দূতাবাসের মুখপাত্র ইউ জিং সোশ্যাল মিডিয়া অ্যাপ এক্সে বলেছেন, ভারতের সরকার ও বিদ্বান মহলের কয়েকজন দালাই লামার পুনর্জন্ম নিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ করেছেন।
ইউ কারও নাম নেননি, তবে সম্প্রতি ভারতের বেশ কয়েকজন কৌশলগত বিশ্লেষক ও সরকারের এক মন্ত্রী উত্তরাধিকার প্রসঙ্গে দালাই লামার অবস্থানে সমর্থন জানিয়েছিলেন।
“পররাষ্ট্র বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের উচিত জিশাং সম্পর্কিত সংবেদনশীল বিষয় সম্বন্ধে সচেতন থাকা,” তিব্বতের চীনা নাম জিশাং ব্যবহার করে বলেছেন ইউ।
“দালাই লামার পুনর্জন্ম ও উত্তরাধিকার প্রসঙ্গ পুরোপুরি চীনের ব্যাপার। এই জিশাং-সম্পর্তিক বিষয় চীন-ভারত সম্পর্কের জন্য কাঁটা এবং ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। জিশাং কার্ড খেললে নিজের পায়ে গুলি চালানোর মতো ব্যাপার হবে,” বলেছেন তিনি।
সপ্তাহখানেক আগে দালাই লামার জন্মদিনের উৎসবে তিব্বতি এ বৌদ্ধ ধর্মগুরুর পাশে বসে থাকা ভারতের সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছিলেন, ধর্মপ্রাণ বৌদ্ধ হিসেবে তিনি মনে করেন কেবল আধ্যাত্মিক গুরু ও তার কার্যালয়েরই পুনর্জন্ম বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে।
দালাই লামার জন্মদিনের দুইদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ধর্ম বিশ্বাস এবং ধর্মীয় আচরণ সংক্রান্ত বিষয়ে নয়া দিল্লি অবস্থান নেয় না এবং কোনো ধরনের বক্তব্যও দেয় না।
সোমবার চীন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করকে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেছেন, নয়া দিল্লি ও বেইজিংয়ের উচিত ধীরে ধীরে বাস্তবিক সহযোগিতা এগিয়ে নেওয়া।
বেইজিংয়ে তাদের দুজনের মধ্যে এ বৈঠক হয় বলে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
বৈঠকে হান আরও বলেছেন, উভয় দেশেরই উচিত একে অপরের উদ্বেগের প্রতি সম্মান দেখানো এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল অগ্রগতিকে উৎসাহিত করা।
জয়শঙ্কর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আওতায় মঙ্গলবার থেকে উত্তর চীনের তিয়ানজিনে হতে যাওয়া একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে চীন গেছেন। সম্মেলনের ফাঁকে ফাঁকে তার বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।
Leave a Reply