এনএনবি : ভারতের রাজ্যসভায় বসতে যাচ্ছেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া হর্ষবর্ধন শ্রিংলা।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরই মধ্যে শ্রিংলাসহ চারজনকে মনোনয়ন দিয়েছেন বলে রোববার দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
মনোনয়ন পাওয়া বাকি তিনজন হলেন— আইনজীবী উজ্জ্বল নিকম, ইতিহাসবিদ মীনাক্ষী জৈন এবং কেরালার বিজেপি নেতা সমাজসেবক সি সদানন্দন।
‘ইটিভি ভারতের’ খবরে বলা হয়, শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে চারজনের মনোনয়ন পাওয়ার বিষয়টি জানিয়েছে।
ভারতের আরেক সংবাদমাধ্যম ‘এই সময়’ বলছে, রাজ্যসভার একাধিক সদস্যের মেয়াদ শেষ হয়ে গেছে। এসব শূন্যপদ পূরণ করতেই রাষ্ট্রপতি চারজনকে মনোনয়ন দিয়েছেন।
ভারতের সংবিধান অনুযায়ী, সমাজের বিশেষ জ্ঞানী ব্যক্তিত্ব এবং সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজসেবায় প্রত্যক্ষ ভূমিকা রাখা ব্যক্তিদের রাজ্যসভার জন্য মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি।
মনোনয়ন পাওয়া চারজনের মধ্যে হর্ষবর্ধন শ্রিংলা ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারতের ফরেন সার্ভিসের ১৯৮৪ ব্যাচের এ কর্মকর্তা কূটনীতিক হিসেবে ৩৫ বছরের কর্মজীবনে থাইল্যান্ড, ফ্রান্স, ভিয়েতনাম, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের পর শ্রিংলাকে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেন তিনি।
দার্জিলিংয়ের সন্তান শ্রিংলা একসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও ছিলেন। ওই সময় বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালদ্বীপের বিষয়গুলোর দেখভাল করতেন তিনি।
Leave a Reply