ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম। গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম শিক্ষকদের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মতবিনিময়সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রোকনুজ্জামান রোকন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক আহমেদ আদিল রেজা, ধর্মীয় শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শারমিন সুলতানা ও শিক্ষক প্রতিনিধি মাহফুজুর রহমান।
Leave a Reply