বিনোদন প্রতিবেদক ॥ নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারংবার।
গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত নাটকগুলোর দিকে নজর দিলেও তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নিজেকে ভেঙ্গে মাহি যে নতুন করে গড়ার প্রত্যয় নিয়েছেন তা বুঝাই যাচ্ছে। একজন পরিণত অভিনয়শিল্পী হয়ে ওঠার আকাক্সক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী।
সামিরা খান মাহি বলেন, ‘পরিণত শিল্পী হয়ে হঠার বাসনা থেকে গল্প, চরিত্র বাছাই করে কাজ করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে পর্দায় তুলে ধরার।’
Leave a Reply