দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে সানজিদ রানা (৩১) নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা একটি মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকদৌলতপুর গ্রামে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরদিন শনিবার রাতে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। তবে হামলার সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ব্যবসায়ী সানজিদ রানার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই এলাকার আকবর আলীর ছেলে আব্দুল জব্বার (৫০) তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার সন্ধ্যায় আব্দুল জব্বার ও তার লোকজন তাকে ঘিরে ধরলে তিনি প্রাণভয়ে পালিয়ে যান। পরে রাত ১০টার দিকে জব্বারের নেতৃত্বে ১০-১২জন তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শেষে মাইক্রোবাসে আগুন জ¦ালিয়ে পুড়িয়ে দেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় শনিবার রাতে সানজিদ রানা বাদী হয়ে আব্দুল জব্বার কে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮/১০ কে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছে যার নং ১৭। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে মহন আলী (৫৫), শরিফুল ইসলাম শরি (৪৫), জয়নাল হোসেন (৩৫), দিল্লা (৪০), ফিরোজ ইসলাম (২৫), জুবায়ের হোসেন (২৫) ও সাইফুর রহমান টুটুল (৪২)।
হামলা ও মামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, চকদৌলতপুর গ্রামে একটি বাড়িতে হামলা এবং নোয়া গাড়ী ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলামান রয়েছে।
এদিকে মামলার পর ব্যবসায়ী সানজিদ রানাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে সানজিদ রানা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply