কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন বলেছেন, আমি নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে বাংলাদেশ সরকারের যে প্রান্তে পোষ্টিং দেবে, আমি সেখানে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।শামিম হোসেন বলেন, আমি যেখানে যাবো, সেখানে জনগণের সাথে কাজ করবো এবং তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমি জনগণের সেবক। আমি কোনো হুমকি-ধামকি ভয় পাই না। গরিব মানুষের জন্য কাজ করে যাবো। আমার চাকরির জীবনে এক টাকাও ঘুষ খাইনি এবং ভবিষ্যতেও খেতে চাই না। তাই আমি কুষ্টিয়া সদর উপজেলাকে আমার নিজ জেলা মনে করি। যেখানে যাবো, সেখানে নিজের জেলা হিসেবে দায়িত্ব পালন করবো।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন কুষ্টিয়া সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি। জনগণের সেবা করে যাবো। সেবা করতে যদি কেউ অসন্তুষ্ট হয়, তাতে আমার কিছু যায়-আসে না। আমি কারো চোখ রাঙানো ভয় পাই না।শামীম হোসেন আরো বলেন, কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দারা আমাকে সহযোগিতা করলে আমি কুষ্টিয়া সদর উপজেলাকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।ভূমি অফিসে কাজ করতে আসা কয়েকজন ভূমি মালিক বলেন, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন মতো সৎ অফিসার তারা জীবনে দেখেননি। এর কারণ তিনি আমাদের হয়রানি করেননি। এই রকম অফিসার আমরা কুষ্টিয়ায় জীবনেও পায়নি। আল্লাহ যেনো তাকে বাঁচিয়ে রাখেন এবং ওনাকে যেনো অনেক বড় কর্মকর্তা বানিয়ে দেন, এই দোয়া করি। শামিম হোসেন ৩৮তম বিসিএস ক্যাডার। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আনজাব গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা- মোঃ উমদ আলী। চাকরির জীবনে তিনি উভয়নগর ভূমি অফিস, খুলনা সার্কেলসহ বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। তিনি ২৪ মে ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
Leave a Reply