কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার রাত আটটার দিকে গড়াই নদীর ওপর নির্মিত কুমারখালী শহর – যদুবয়রা সড়কের শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম সাইম শেখ (২৫)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহ আলম বাবুলের ছেলে এবং খোকসা সরকারি কলেজের ডিগ্রির ছাত্র। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রবিবার ( ১৩ জ্লুাই) দুপুরে ছাত্রের বাবা বাদী হয়ে থানায় চারজনের নামে লিখিত এজাহার জমা দেন। আহত সাইম শেখের ভাষ্য, সপ্তাহখানেক আগে তার বড় ভাইকে স্থানীয় কয়েকজন অপমান করে। শনিবার রাতে শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে গেলে কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। এসময় জিম, তূর্য, মারুফ, কুবাদ, ইব্রাহিমসহ কয়েকজন এসে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সাইমের বাবা শাহ আলম বলেন, তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতার জেরে চাইনিজ কুড়াল, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে আমার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন মারুফ, তুর্য, জিম, ইব্রাহিমসহ তাদের সহযোগীরা। ছেলের ডান পা ও হাতের মাংসপেশিতে মারাত্মক জখম রয়েছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় এজাহার জমা দিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করে মারুফ হোসেন বলেন, ঘটনার সময় সেতু এলাকায় ছিলাম। আমি মারামারি ঠেকিয়ে দিয়েছিলাম। ঘটনার সঙ্গে আমি জড়িত নয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, পূর্ব শত্রুতার জেরে এক ছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় থানায় লিখিত এজাহার জমা পড়েছে। তদন্ত করে প্রয়োজবীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply