বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাত্র ৪টা ৩০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন ১১নং নাগদাহ ইউনিয়নের চিলাভালকী গ্রামস্থ প্রাইমারী স্কুলের পিছনে মৃত রমজানের বসতবাড়ি থেকে আসামি মোঃ জহুরুল ইসলাম (৪৫), পিতা- মোঃ ইউসুফ শাহ, মাতা- মোছাঃ মালেকা খাতুন, সাং- রায়সা, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে হাতে-নাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার নিকট থেকে সর্বমোট দুই কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানে উদ্ধারকৃত আলামতের বিষয়ে নিয়মিত জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (নং-১৭, তারিখ-১২/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।
Leave a Reply