1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 4:36 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

১৩ বছর বয়সেই নায়িকা, একচল্লিশেও সবার ‘ক্রাশ’ পূর্ণিমা

  • প্রকাশিত সময় Saturday, July 12, 2025
  • 48 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ প্রায় তিন দশক হয়ে গেল তিনি নায়িকা, আজও নানা প্রজন্মের কাছে তিনি আরাধ্য। তার প্রজন্মের দর্শকের কাছে যেমন তিনি নস্টালজিয়ার একমুঠো ফাগুন হাওয়া তেমনি পরবর্তী প্রজন্মের কাছে যুগের বহুল চর্চিত শব্দের ‘ক্রাশ’। সোশ্যাল মিডিয়াতে তার ছবি বা ভিডিওগুলো সবসময়ই সবার নজরে থাকে। সেখানে ভিড় জমে সুন্দর, শাশ্বত মুগ্ধতা আর প্রেমের আকুতি মিশে থাকা বন্দনার। বলছি নন্দিত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার কথা।
চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে তিনি। নব্বই দশকে যে ক’জন নায়িকার আবির্ভাব হয় বাংলাদেশের সিনেমায় সে দশকের সফল চারজন নায়িকার একজন তিনি। শুক্রবার ছিল এই নায়িকার জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার শৈশব কেটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করায় ক্লাশ নাইনে পড়ার সময় সিনেমা জগতে অভিনয় শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা যা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে। রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয় বেশ আলোচনার জন্ম দিয়েই। সেই থেকে আজ অবধি তিনি সফল, ব্যবসা সফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’, ‘পিতা মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ ইত্যাদি।
সিনেমাতে তিনি রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খান’সহ আরও অনেকের বিপরীতে অভিনয় করে সফল হয়েছেন। তবে রিয়াজের সঙ্গে তার জুটি সবচেয়ে বেশি আলোকিত এবং সফল। আবার ক্যারিয়ারে প্রথম ব্যবসা সফল সিনেমার দেখা পেয়েছেন তিনি রুবেলের বিপরীতে (‘যোদ্ধা’)। নায়ক ফেরদৌস সবচেয়ে ভালো বন্ধু পূর্ণিমার।
কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পূর্ণিমা।
সিনেমাতে অভিনয়ের শুরুর দিকেই রেজানুর রহমানের নির্দেশনায় শহীদুজ্জামান সেলিমের বিপরীতে একটি নাটকে অভিনয় করেন পূর্ণিমা। এরপর তাকে অনেক খন্ড, ধারাবাহিক নাটকে দেখা গেছে। নাটকে রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, অপূর্বসহ আরও অনেক জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।
এর বাইরে উপস্থাপনাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন পূর্ণিমা। প্রায়ই তাকে দেখা গেছে নানা রকম অনুষ্ঠানে সফল উপস্থাপনা করতে।
পূর্ণিমা নামে দর্শক পরিচিতি পেলেও তার পারিবারিক নাম দিলারা হানিফ রীতা। তার স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সুখের দাম্পত্য তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640