এনএনবি : গণহারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর। এই দপ্তরের ডেপুটি সেক্রেটারি মাইকেল জে রিগাস এক বার্তায় কর্মীদের জানিয়েছেন, কাদের চাকরি থাকছে না তা শিগগিরই জানানো হবে।
কর্মীদের কাছে শুক্রবার থেকেই ই-মেইলে নোটিস পৌঁছে দেওয়া শুরু হবে। ১৩০০’র বেশি স্টাফ চাকরি খোয়াতে পারে। হাতে পাওয়া অভ্যন্তরীন একটি নোটিসের উল্লেখ করে এ তথ্য জানিয়েছে সিএনএন।
কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণছাঁটাই এবং দপ্তরগুলো ঢেলে সাজানোর ট্রাম্প প্রশাসনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবেই নেওয়া হচ্ছে এ পদক্ষেপ।
দ্বিতীয় বারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরই প্রশাসনিক ব্যয় সঙ্কোচের কথা বলেছিলেন ট্রাম্প। তার পর একাধিক দপ্তর থেকে বহু কর্মী ছাঁটাই হয়েছে। তবে একটি নি¤œ আদালতের রায়ে গণছাঁটাই প্রক্রিয়া কিছুদিনের জন্য থমকে ছিল।
গত ৯ জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নি¤œ আদালতের আদেশ খারিজ করে জানায়, এ বিষয়ে আপাতত এগোতে পারবে ট্রাম্প প্রশাসন। তারপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরে গণছাঁটাইয়ের এই খবর এল।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে তার ‘আমেরিকা সর্বাগ্রে’ কর্মসূচির ছাঁচে ঢেলে সাজানো নিশ্চিত করার যে চেষ্টা নিয়েছেন, তারই প্রথম ধাপ হিসাবে পররাষ্ট্রদপ্তরের এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ।
ট্রাম্প গত ফেব্রুয়ারিতে তার পররাষ্ট্রনীতির নিখুঁত বাস্তবায়ন নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্বাহী আদেশ দিয়েছিলেন। তাছাড়া, বিরোধী আমলাদেরকে বরখাস্ত করে ‘ডিপ স্টেট’ নির্মূল করার অঙ্গীকারও ট্রাম্প বারবারই করে এসেছেন।
Leave a Reply