এনএনবি : চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৪৩ পণ্য ও খাতে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ও ভর্তুকি সুবিধা বহাল রেখেছে সরকার। এ সময়ের জন্য প্রণোদনার হার আগের মতোই থাকছে, কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ খাতভেদে শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা।বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে এক সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৩ পণ্য রপ্তানির বিপরীতে শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগের অর্থবছরের মতোই সহায়তার হার অপরিবর্তিত রাখা হয়েছে। গত অর্থবছরের শেষ দিকে যে হারে সহায়তা দেওয়া হয়েছিল, চলতি বছরেও সেই হারই বহাল থাকবে।
রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পেতে হলে প্রতিবারের মতো এবারও নিরীক্ষা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে ব্যাংকের নিযুক্ত অনুমোদিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে যাচাই করিয়ে নিতে হবে।
দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে নগদ সহায়তা অন্যতম প্রধান নীতিগত সহায়তা হিসেবে বিবেচিত হয়ে থাকে। তবে এ খাতে স্বচ্ছতা ও যথাযথতা নিশ্চিত করতে নিয়মিত পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়।
Leave a Reply